Share to Social network.
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব সংবাদাতা (বরিশাল): বোয়ালিয়া পুলিশ ফাড়ির ইনচার্জ মোঃ আমিরুল ইসলাম এর নির্দেশে এস.আই মুরাদ হোসেন এর নেতৃত্বে করোনা প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি এবং সরকারী নির্দেশনা মেনে চলার জন্য ব্যাপক তৎপরতা চালিয়ে যাচ্ছে। ইতোমধ্যে একাধিকবার অত্র এলাকা পরিদর্শন করে খোজখবর নিয়েছেন এ.এস.পি (মুলাদী সার্কেল), উপজেলা নির্বাহী অফিসার এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, উপজেলা চেয়ারম্যানসহ অনেকে। সফিপুর ইউনিয়নে করোনা আতঙ্কে কর্মহীন অসহায় প্রায় শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে মুলাদী উপজেলা প্রশাসন। গত শুক্রবার (৩ এপ্রিল) সফিপুরের সোনামদ্দিন বন্দরে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

পুলিশ প্রশাসনের এমন ভূমিকায় খুশি এলাকার লোকজন, তবে অনেকে দাবী করছেন যে, প্রশাসন, স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন সামাজিক সংগঠনের জনসচেতনতামূলক কার্যক্রমের পরেও কিছু লোক অহেতুক বাইরে ঘোড়াফিরা, মাস্ক ছাড়া চলাফেরা এবং আড্ডা জমাচ্ছেন, এদের বোঝানো মুসকিল । তাই অসচেতন এসব লোকগনের বিরুদ্ধে কঠোরভাবে আইনগত তৎপরতা প্রয়োগ না করলে অল্পসংখ্যক এই লোকজনের কারনে সমম্ত এলাকা হুমকীর মুখে পরবে। জনসমাগম রোধে সরকারী নির্দেশনা মোতাবেক ইতোমধ্যে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ করে দেওয়া হয়েছে সোনামদ্দিন বন্দরের সাপ্তাহিক হাট জমায়েত। বাজারে কিছু মুদী দোকন ও ফার্মেসী ব্যতীত বাজারের দোকানপাটগুলো বন্ধ দেখা গেছে। বোয়ালিয়া পুলিশ ফাড়ির এমন আইনী তৎপরতা বজায় থাকলে করোনা ভাইরাস থেকে অত্র এলাকার লোকজনকে সুরক্ষিত রাখা সম্ভব হবে বলে জানান মুলাদী নাগরিক অধিকার ফোরামের সভাপতি মোঃ জাহিদুল ইসলাম জাহিদ মোল্লা।
স্থানীয় লোকজনের সাথে কথা বলে জানতে পারা যায় যে, সাম্প্রতিক ঢিলেঢালাভাবে পুলিশী তৎপরতা থাকলেও বর্তমানে কঠোর অবস্থানে প্রশাসন।