Share to Social network.
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

ষ্টাফ রিপোর্টার:
নোয়াখালীর বেগমগঞ্জে এক নারীকে বিবস্ত্র করে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের ঘটনার নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা- আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন- আমাসুফ। আজ ০৫ ই অক্টোবর ২০২০ ইং তারিখ সংস্থায় পরিচালক (জনসংযোগ) স্বাক্ষরিত একটি নিন্দা বার্তায় এমন ক্ষোভ প্রকাশ করা হয়। ঘটনার প্রতিবাদে সস্থার নোয়াখালী শাখা কমিটির উদ্যোগে একটি মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। অমানবিক এই ঘটনাটি আমাসুফ এর পর্যবেক্ষনে থাকবে বলেও উল্লেখ করা হয়েছে। এছাড়া ঘটনার সাথে জড়িত সকলকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছে সংস্থাটি।

উল্লেখ্য গতকাল রবিবার একটি ভিডিওচিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। যাহাতে দেখা যায় একদল যুবক মিলে এক নারীকে বিবস্ত্র করে মধ্যযুগীয় কায়দার নির্মমভাবে নির্যাতন করে। নির্যাতিতা নারী যুবকদের বারবার বাবা-ভাই ডেকেও রক্ষা পায়নি। উক্ত ঘটনায় জড়িত একাধিক যুবককে দেশের বিভিন্ন স্থান থেকে ইতোমধ্যে গ্রেফতার করেছে পুলিশ।