নিলয় ইসলাম রুবেলঃ
বরিশাল জেলার মুলাদীর চরকালেখান ইউনিয়নের কায়েতমারা গ্রামের বেপারীরহাট সংলগ্ম একজনের শরীরে করোনা পজেটিভ পাওয়া গেছে। করোনা আক্রান্ত রোগী একজন স্বাস্থ্যসেবিকা বলে নিশ্চিত হওয়া গেছে। আক্রান্ত রোগী রোকসানা বেগমের বাড়ীসহ আশপাশের কয়েকটি বাড়ী লকডাউন ঘোষনা করেছে প্রশাসন। গত ১৯ তারিখে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০ জনের করোনা টেষ্ট করার জন্য নমুনা সংগ্রহ করা হলে ২০ তারিখে উক্ত ১ জনের শরীরে করোনা পজেটিভ পাওয়া যায়। প্রথমবারের মত করোনা পজেটিভ পাওয়ায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে, তবে পূর্বের তুলনায় এলাকার লোকজন অযথা ঘরের বাইরে এবং হাট-বাজারে ঘোরাফেরা করতে লক্ষ করা যায়। স্থানীয় সূত্রে জানাযায়- বর্তমানে ঢাকা থেকে বিভিন্নভাবে বিভিন্ন কৌশলে এলাকায় লোকজন প্রবেশ করলেও তা প্রতিরোধে প্রশাসন পূর্বের তুলনায় সক্রিয় ভূমিকা রাখছে না।
Share to Social network.