কি হবে আমরা যদি অতীতে গিয়ে নিজেকে বা নিজের দাদা কে মেরে ফেলি?

what will happen if we kill our parents in past

Jul 5, 2024 - 22:50
 0  28
কি হবে আমরা যদি অতীতে গিয়ে নিজেকে বা নিজের দাদা কে মেরে ফেলি?
PHOTOGRAPH FROM METRO-GOLDWYN-MAYER/GETTY IMAGES

টাইম মেশিন নিয়ে অল্পবিস্তর আলোচনা বহু আগে থেকেই হচ্ছে। এমনকি ১৯৯৫ সালে এই নামে একটি বিজ্ঞানী কল্পকাহিনী প্রকাশিত হয়েছিল এইচজি ওয়েলেস কলামে। বিশেষ করে ১৯০৫ সালে আইনস্টাইনের স্পেশাল রিলেটিভিটি তত্ত্বটি প্রকাশের পর সময় নিয়ে মানুষের কল্পনা ভিন্নমাত্রা পায়।

স্টিফেন হকিং এটাকে কেবল জনপ্রিয় করেছেন, তার যেহেতু তার বই প্রচুর বিক্রি হয়েছিল। আমরা যদি কোনো ভাবে টাইম মেশিন ব্যবহার করে অতীতে যাই এবং নিজেদের পূর্বসত্তাকে মেরে ফেলি তাহলে কি হবে? এই যে সম্ভাবনাটি রয়েছে এটির প্রমিত নাম 'গ্রান্ডফাদার প্যারাডক্স' । এমন প্যারাডক্স নিয়ে অনেক মুভি ও আছে। আপনারা হয়তো ব্যাক টু দ্যা ফিউচার চলচ্চিত্রটির কথা শুনে থাকবেন, সম্ভব হলে দেখে নিবেন।

সবকিছুর মূল কথা হলো অতীতে ফিরে গিয়ে নিজের দাদাকে যদি নিজে মেরে ফেলেন, তবে আপনি আসবেন কোথা থেকে। এর বিপরীতে অনেক ব্যাখ্যা আছে। যেমন ক্রোনোলজি প্রটেকশন বিধি। এই তত্ত অনুযায়ী, প্রকৃতি কখনোই আপনাকে এটা করতে দিবে না। কিন্তু প্যারালাল ইউনিভার্স এর সম্ভাবনা যদি সত্যি হয়, তখন আবার বিকল্প অনেকগুলো সম্ভাবনার কথা চলে আসে, বাস্তবতা তখন বিকল্প পথে ধাবিত হয়।

যদিও প্যারালাল ইউনিভার্সের অস্তিত্ব এখন পর্যন্ত শুধু কাগজ-কলমেই পাওয়া যায় । তাই এই প্রশ্নের উত্তর হচ্ছে, এটা সম্ভব নয়। আপনি আপনার অতীতে যেতে পারবেন না। তবে হয়তো ভবিষ্যতে যাওয়া যেতেও পারে, যদি অত্যাধিক দ্রুত গতি সম্পন্ন কোন নভোযান এ চড়ে বসেন। এমন হলে, আপনার যদি কোন যমজ ভাই বা বোন থাকে, আপনি যদি ১০ বছর উচ্চগতি সম্পন্ন নভোযানে থাকেন ,তবে ১০ বছর পরে যখন ফিরে আসবেন তখন দেখবেন আপনার বয়স ১০ বছর বাড়লেও আপনার সেই ভাই- বোনের বয়স আপনার থেকে অনেকগুণ বেড়ে গিয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

Mehedi I am Mehedi Hasan Siam-Professional Web Developer and IT Professional