অদ্ভুত মাছ এংলার

অদ্ভুত মাছ এংলার

Jan 12, 2024 - 23:19
Jan 13, 2024 - 22:19
 0  131
অদ্ভুত মাছ এংলার

সাগর রহস্যে ঘেরা বিশাল এক প্রতিবেশব্যবস্থা। সাগরতল যেন আরেক দুনিয়া। এখানে আছে বৈচিত্র্যময় উদ্ভিদ,  আছে অদ্ভুত সব প্রাণী । সাগরের এমনই এক বিস্ময়কর মাছ এংলার ফিশ। পৃথিবীতে দুই শতাধিক প্রজাতির এংলার ফিশ রয়েছে। বেশিরভাগ প্রজাতি গভীর সাগরে  বিচরণ করে। এদের মাথা বেশ বড়। মুখ অর্ধ চন্দ্রাকার ৷  মুখে সুচালো দাত থাকে ৷ মাথার ওপর থাকে এক ধরনের লম্বা কাঁটা যাকে ইলিসিয়াম বলে, ইলিসিয়ামের শেষ প্রান্ত  এসকা নামে পরিচিত যা থেকে আলো উৎপন্ন হয় । এংলার ফিশ সাগরতলের অন্ধকারে বিচরণ ও শিকার করতে এই  আলো ব্যবহার করে। স্ত্রী মাছ পুরুষ মাছের তুলনায় অনেক বড় হয়। এদের প্রজননক্রিয়াও বেশ অদ্ভুত মূলত পুরুষ মাছ একটি নির্দিষ্ট সময় পর পরিপাক তন্ত্রের জটিলতায় খাদ্যগ্রহণ করতে পারে না। এই অবস্থা থেকে বাঁচার জন্য স্ত্রী মাছের শরণাপন্ন হয়। ঘ্রাণের মাধ্যমে স্ত্রী মাছকে বেছে নেয় এবং কামড়ে ধরে তার গায়ে আটকে থাকে৷  আর মুখ থেকে এক ধরনের এনজাইম নিঃসরণ করে। এতে কামড়ের স্থান গলে স্ত্রী মাছের রক্তনালীর সঙ্গে পুরুষ মাছের দৈহিক সংযোগ ঘটে এবং স্ত্রী মাছ থেকে পুষ্টি উপাদান গ্রহণ করে। এভাবে স্ত্রী মাছ যতদিন বীচে পুরুষ - মাছও ততদিন স্ত্রীর গায়ে লেগে থাকে৷ এক পর্যায়ে পুরুষ মাছটি প্রজননের জন্য শুক্রাণুও সরবরাহ করে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

Mehedi I am Mehedi Hasan Siam-Professional Web Developer and IT Professional