অনার্স ভর্তি রেজাল্ট ২০২৪ - জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তির ফলাফল
অনার্স ১ম বর্ষের ভর্তি রেজাল্ট ২০২৪ লিংক (১ম মেধা তালিকা ও অপেক্ষমান)

অনার্স ১ম বর্ষের ভর্তি রেজাল্ট ২০২৪
হ্যালো, প্রিয় শিক্ষার্থীরা। কেমন আছেন সবাই। আশাকরি, সকলেই ভালো আছেন। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। অনার্স ভর্তি রেজাল্ট দেখার নিয়ম। আশাকরি, আপনারা আজকের আর্টিকেলটি সম্পূর্ন পড়লে বিস্তারিত জানতে পারবেন। আপনারা যারা ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ১ম মেধা/২য় মেধা তালিকা ভর্তির জন্য আবেদন করেছেন তাদেরকে এই আর্টিকেল এ স্বাগতম জানাই।
অনার্স ভর্তি রেজাল্ট দেখার নিয়ম
আপনারা যারা অনার্স ভর্তি রেজাল্ট ১ম মেধা তালিকা ও অনার্স ভর্তি ফলাফল ২য় মেধা তালিকা দেখতে চাচ্ছেন। আপনারা দুটি মাধ্যমে আপনাদের জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি ফলাফল চেক করতে পারবেন। একটি উপায় হল মোবাইলের এসএমএস অপসানের মাধ্যমে এবং অপরটি হল (www.nu.ac.bd/admissions) এই ওয়েবসাইটের মাধ্যমে। আপনারা এই দুটি উপায়ে অনার্স ভর্তি ফলাফল ২০২৪ দেখতে পারবেন।
অনার্স ভর্তি রেজাল্ট দেখার লিংক
আপনারা খুবই সহজে (www.nu.ac.bd/admissions) এই লিংকের মাধ্যমে অনার্স ভর্তি ফলাফল দেখতে পারবেন। আপনাদের সুবিদার জন্য আমরা নিচে বিস্তারিত শেয়ার করছি।
আপনারা উপরের ওয়েবসাইটে প্রবেশ করলে, এমন একটি ওয়েবসাইট দেখাবে। তারপর, নিচের ধাপ গুলো অনুসরণ করতে হবে।
- প্রথমে, (www.nu.ac.bd/admissions) এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।
- তারপর, আপনাদের Applicant’s Account Login (Honours) এর নিচে দুটি কোড দেখতে পাবেন।
- একটি কোড এ Application Roll No. লেখা আছে। এখানে, আপনার এপলিকেশন রোল নাম্বারটি লিখতে হবে।
- এবার, পরের কোড এ Pin Number লিখতে হবে।
- সর্বশেষ, Login এ ক্লিক করতে হবে।
এসএমএস এর মাধ্যমে অনার্স ভর্তি ফলাফল দেখার নিয়ম
আপনারা SMS এর মাধ্যমে অনার্স ভর্তি ফলাফল চেক করতে পারবেন। তবে, আপনাদের ২.৫০ পয়সা খরচ হবে। আপনারা আপনাদের বাটন ফোন অথবা স্মার্ট ফোন এর এসএমএস অপসান থেকে নিচের নিয়মটি অনুসরণ করুন।
এসএমএস এ ভর্তি রেজাল্ট দেখার নিয়মঃ nu <স্পেস> athn <স্পেস> roll no টাইপ করে, 16222 নাম্বারে পাঠিয়ে দিন।
উদাহরনঃ nu athn 1234567 লিখে Send to করুন 16222 নাম্বরে।
বিঃদ্রঃ- অবশ্যই ছোট হাতের ইংরেজি অক্ষরে SMS টাইপ করতে হবে।
আশাকরি, আপনারা অনার্স ভর্তি ফলাফল দেখতে পেয়েছেন। আমরা সবসময় আপনাদের সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করব।
What's Your Reaction?






