অল্প বৃষ্টিতেই ঢাকার বেহাল অবস্থা!

Jul 14, 2024 - 21:00
Jul 14, 2024 - 21:00
 0  75
অল্প বৃষ্টিতেই ঢাকার বেহাল অবস্থা!
বৃষ্টিতে ঢাকা

আপনি যদি ভেবে থাকেন এটি কোনো বন্যা কবলিত এলাকার ছবি তাহলে আপনি ভুল ভাবছেন, এটি গত ১২ জুলাই ২০২৪ এর ছবি বাংলাদেশের রাজধানী ঢাকার কিছু চিত্র। ১২ জুলাই সকাল ৭ টা থেকে দুপুর ১১টা পর্যন্ত একটানা বৃষ্টি হওয়ায় ঢাকার বিভিন্ন স্থানে পানিতে ডুবে গিয়েছে এগুলো তারই চিত্র।

ঢাকার ফার্মগেট, মালিবাগ, গুলিস্তান, তেজগাঁও, ধানমন্ডি, মিরপুর সহ বেশিরভাগ এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। এই সময়ে অনেক এলাকায় হাঁটু পানি আবার অনেক এলাকায় গলা সমান পানি দেখা যায়।

দুঃখের বিষয় হলো আমাদের দেশ বিভিন্ন দিক থেকে এগিয়ে গেলেও এখনো আমাদের মৌলিক চাহিদাগুলো সঠিকভাবে পাচ্ছি না। এই জলাবদ্ধতার কারণে নিম্ন শ্রেণির মানুষের ঘর/বস্তি ডুবে যাওয়া সহ দোকান, শপিং মল, হকার মার্কেটে পানি ঢুকার কারণে বিপুল সংখ্যক ক্ষতির মুখে পরেন গরিব দুখি মানুষেরা।

তবে এত ক্ষয়ক্ষতি হওয়ার পরও কোনো সংস্থা কিংবা সরকারি প্রতিষ্ঠান থেকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে বলে কোথাও শোনা যায়নি। বরঞ্চ এই দুরবস্থার জন্য সরকারি প্রতিষ্ঠানগুলোকে দুষছেন সাধারণ মানুষ। তাদের অভিযোগ ওয়াসা, সিটি কর্পোরেশনসহ বিভিন্ন প্রতিষ্ঠান উন্নয়নের নামে পানি ব্যবস্থাকে নষ্ট করে ফেলেছে। এছাড়াও নদী, নালা, খাল দখলের দুর্নাম তো রয়েছেই। 

আমাদের দেশের মানুষের উচিত এইসব বিষয়ে প্রশ্ন তুলা, প্রশ্ন তুললেই জবাবদিহিতা বাড়বে, তবে সেটা হতে হবে সকলের পক্ষ থেকে কারণ দশের লাঠি একের বোঝা। আমরা চাই দুর্নীতিমুক্ত এক সমাজ ব্যবস্থা যেখানে অন্তত মানুষের মৌলিক চাহিদা গুলো পূরণ হবে। 

 

 

 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

Mehedi I am Mehedi Hasan Siam-Professional Web Developer and IT Professional