আর্জেন্টিনার অলিম্পিক দলে নেই মেসি-ডি মারিয়া , আসছে আলভারেজ
আর্জেন্টিনার অলিম্পিক আর্জেন্টিনা মসজিদ আর্জেন্টিনা খেলোয়াড় আর্জেন্টিনা ম্যাচ আর্জেন্টিনা কানাডা আর্জেন্টিনার খেলা আর্জেন্টিনা পতাকা আর্জেন্টিনা ফুটবল দলের ছবি আর্জেন্টিনা ফুটবল ম্যাচ

ক্রীড়াপ্রেমীদের জন্য একটানা উৎসব চলছে! টি-টোয়েন্টি বিশ্বকাপের রোমাঞ্চ শেষ হতে না হতেই চোখ ধাঁধিয়ে দেওয়ার মতো খেলা দেখাল ইউরো আর কোপা আমেরিকা। এই জোরালো টুর্নামেন্টের ধারাবাহিকতায় এবার আসছে প্যারিস অলিম্পিকের পালা। আর এই মেগা ইভেন্টকে সামনে রেখে কোপা চলাকালীনই ১৮ সদস্যের দল ঘোষণা করে ফেলেছে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন।
দল ঘোষণা নিয়ে একটু হতাশার খবরও রয়েছে। অনেকেরই ধারণা ছিল, এই অলিম্পিকেই হয়তো বিদায় জানাবেন লিওনেল মেসি। সেই ধারণা এবার সত্যি হয়ে উঠল। ৩৭ বছর বয়সী এই বিশ্বকাপজয়ী কিংবদন্তি ফুটবলার বেশ কিছুদিন ধরেই চোটের সঙ্গে লড়ছেন। তাই অবসরের ইঙ্গিত দিয়ে অলিম্পিক দল থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন তিনি।
যদিও মেসি না থাকলেও দুঃখ করার কিছু নেই! কারণ, মাঠে নামছে নতুন তারকা হুলিয়ান আলভারেজ। তার সঙ্গে থাকবেন অভিজ্ঞ ডিফেন্ডার নিকোলাস, ওতামেন্ডি,আর গোলরক্ষক জেরোনিমো রুল্লি। তবে দুঃখের বিষয়, ক্লাবের অনুমতি না পাওয়ায় দলে থাকতে পারছেন না এমিলিয়ানো মার্টিনেজ ও এঞ্জো ফার্নান্দেজ। তবে তাঁদের জায়গায় রয়েছেন রুল্লি আর নতুন নাম থিয়াগো আলমাদা।
এবার হাভিয়ের মাশ্চেরানোর অধিনায়কত্বে গড়ে ওঠা এই দলের গঠন দেখে মনে হচ্ছে, আক্রমণে আলভারেজের সঙ্গে থাকবেন জুলিয়ানো সিমিওনে, লুসিয়ানো গুন্দোই আর লুকাস বেলট্রেইনদের মতো তারকারা। মাঝমাঠ সামলাবেন এক্সিকুয়েল ফার্নান্দেজ, সান্তিয়াগো হেজেদের দক্ষ ফুটবলাররা। আর গোল ঢাল হিসেবে থাকবেন ওতামেন্ডির সঙ্গে নতুনরা যেমন মার্কো ডি সিজারে, হুলিও সোলের।
২৪ জুলাই থেকে শুরু হয়ে যাচ্ছে অলিম্পিক ফুটবল। গ্রুপ পর্বে মরক্কো, ইরান আর ইউক্রেনের মতো শক্তিশালী দলের সাথে মুখোমুখি হবে আর্জেন্টিনা। আশা করা যায়, নতুন তারকা ও অভিজ্ঞদের এই মহারন্যে গড়ে ওঠা দলটি কোপা আমেরিকার পর আরও একটা শিরোপা এনে দিবে দেশবাসীকে। এবার প্যারিসে জাদুর কাণ্ড কার কার মধ্যে দিয়ে দেখা যাবে, সেই অপেক্ষায় থাকুন!
আগামী ২৪ জুলাই থেকে শুরু হবে অলিম্পিক ফুটবল। ১৬ দলের টুর্নামেন্টে আর্জেন্টিনার গ্রুপ সঙ্গী মরক্কো, ইরান ও ইউক্রেন।
What's Your Reaction?






