আলসিন্দুরা প্রজাপতি

আলসিন্দুরা প্রজাপতি। লিখেছেনঃ সমীর সাহা-বন্যপ্রানী গবেষক, আইইউসিএন বাংলাদেশ। তথ্য সংকলনঃ প্রকিৃতিবার্তা ম্যাগাজিন

Jan 11, 2024 - 13:29
Jan 11, 2024 - 13:29
 0  135
আলসিন্দুরা প্রজাপতি
প্রজাপতি

সুন্দরবন সৌন্দর্যের আধার। সুন্দরবন দেখে মানুষের মনে সুন্দর অনুভূতি ডানা মেলে | মনের আকাশে জমানো মেঘ থাকলে তা কেটে যায় পলকে। বনে আছে সুন্দরী, গেওয়া, বাইনসহ বিভিন্ন প্রজাতির কলেবরেও। সবুজে সবুজে সাজে | ফুলে ফুলে সাজে | মৌমাছি গানে গানে সুর তোলে | নদীর ঢেউয়ে ঢেউয়ে ছন্দ দোলে। শীতে ঠেকিয়ে আলসেমিতে ঝিমায় |

শ্বাসমূলের ফাঁকে সাপ ওত পেতে থাকে শিকার ধরা জন্য ইতিউতি করে ভোঁদোর মুহূর্তে আড়াল হয়ে যায় গাছগাছালির পেছনে | সুন্দরবনের সৌন্দর্য আর কড়ি কাইট্টার (কাছিম) খোঁজে ২০১৫ সালের মার্চে গিয়েছিলাম সুন্দরবনে | শুরুটা ছিল পশ্চিম থেকে পূর্ব দিক | কটকা পয়েন্টে পৌছাতেই দেখলাম কয়েকটা বন্যশুকর আচ নে সামনে এগোতেই চোখ চলে গেল ছোট গাছে বসে থাকা দুটো প্রজাপতির দিকে | ক্যামেরাটা বের করে ক্লিক... ক্লিক... করে কয়েকটা ছবি তুললাম।

এরপর আশপাশের আরো কিছু ছবি তুলে জেটিতে ফিরে এলাম। তোলা ছবিগুলো দেখতে দেখতে আলসিন্দুরা প্রজাপতিতে এসে থেমে গেলাম | এদের ইংরেজি নাম Crimson Rose. বৈজ্ঞানিক নাম Pachliopta hector এবং Papilionidae গোত্রের অন্তর্ভুক্ত। আইইউসিএন বাংলাদেশ -এর লাল তালিকার বইয়ে প্রজাপতিটিকে বিপন্ন তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। আলসিন্দুরা সুন্দরবন ছাড়াও বাংলাদেশের ইনানী, সীতাকুণ্ড, নিজামপুরসহ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দেখা মা মূলত এরা রঙিন লেজের লাল দেহের প্রজাপতি | লাল-সাদা ফৌটাযুক্ত পাখার দৈর্ঘ্য ৯০ থেকে ১১০ মিমি এরা অবিচলভাবে সোজা লাইনে উড়তে থাকে। সাধারণত এদের উঁচুতে উড়তে দেখা গেলেও খাবার সংগ্রহের জন্য নিচু গাছেও বসে। এরা বনের ঝোপঝাড়ে বাস করলেও দিনের বেলায় খোলা জায়গায় ঘুরে বেড়ায় |  উদ্ভিদবৈচিত্র্য রক্ষায় প্রজাপতির গুরুতৃ অপরিসীম | এরা পরাগায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এছাড়া স্থলজ বাস্ততন্ত্রে তৃতীয় শ্রেণীর খাদক হিসেবে এদের গুরুত্ব রয়েছে। এরা জৈব নির্দেশক হিসেবে কাজ করে এবং এদের উপস্থিতি দেখে বনের স্বাস্থ্য নিরূপণ করা যায়

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow