কাঠগোলাপ নাকী চালতাগোলাপ?
মেক্সিকো থেকে আসা কাঠগোলাপ আমাদের দেশে খুবই জনপ্রিয়।। এই ফুলের অনেকগুলো নাম রয়েছে। যেমনঃ গুলাচি, গোলাইচ, গোলোকচাঁপা, চালতাগোলাপ, গরুড়চাঁপা,গুলঞ্চচাঁপা ইত্যাদি। কাঠগোলাপ এর বৈজ্ঞানিক নাম Plumeria spp

পৃথিবীতে বিভিন্ন ধরনের ফুল গাছ রয়েছে এবং প্রত্যেকটি ফুলেরই আলাদা আলাদা সৌন্দর্য রয়েছে। সকল ফুলেরই আলাদা সৌন্দর্য রয়েছে। কোন ফুলের সাথে কোন ফুলের মিল নেই। কিছু কিছু ফুল রয়েছে যেই ফুলগুলো খুবই সুন্দর এবং ফুলগুলো সবাই পছন্দ করে। তার মধ্যে কাঠগোলাপ অন্যতম একটি ফুল। কাঠগোলাপ দেখে এর প্রেমে পরবেন আপনি নিশ্চত!
মেক্সিকো থেকে আসা কাঠগোলাপ আমাদের দেশে খুবই জনপ্রিয়।। এই ফুলের অনেকগুলো নাম রয়েছে। যেমনঃ গুলাচি, গোলাইচ, গোলোকচাঁপা, চালতাগোলাপ, গরুড়চাঁপা,গুলঞ্চচাঁপা ইত্যাদি। কাঠগোলাপ এর বৈজ্ঞানিক নাম Plumeria spp
কাঠগোলাপ গাছ ৮-১০ মিটার পর্যন্ত উঁচু হতে পারে। দীর্ঘ ছাল আবৃত ও ঘন বৃত্তাকার শাখাপ্রশাখায় বিস্তৃত। বাকল মোটা ও পুরু। গাছের ডালে সাদা বিষাক্ত রস আছে। সারা বছর ফুল ফুটলেও গ্রীষ্ম, বর্ষা ও শরতে বেশি ফুলের দেখা মেলে। ফুলের ব্যাস দুই ইঞ্চি। পাঁচটি পাপড়ি থাকে। ফুল সুগন্ধি। রাতে এর সুঘ্রাণ বেশি ছড়ায়।
শুধু সৌর্ন্দযের দিক থেকে নয়। এই গাছ থেকে সুগন্ধি, তেল, লোশন এবং মোম বানানো হয়। নারকেল তেলের সঙ্গে এর কষের মিশ্রণ চর্মরোগের ওষুধ হিসেবে কাজ করে।
What's Your Reaction?






