জেনে নিন কিভাবে ইন্টারনেট স্পিড টেস্ট করবেন?

কিভাবে ইন্টারনেট স্পিড টেস্ট করবেন তা কি জানেন না ?তাহলে আজই জেনে নিন

Jan 11, 2024 - 00:20
Jan 11, 2024 - 00:28
 1  177
জেনে নিন কিভাবে ইন্টারনেট স্পিড টেস্ট করবেন?

আমরা সবাই কম বেশি ইন্টারনেটের সাথে সংযুক্ত। এমনকি আপনি এই পোস্ট পড়তেছেন ইন্টারনেটের মাধ্যমে। কিন্তু আপনি কি জানেন আপনার ইন্টারনেটের স্পিড কত। আমাদের দেশের বহুল মানুষ ওয়াইফাই ব্যবহার করে থাকে বিভিন্ন সার্ভিস প্রোভাইডারের মাধ্যমে লাইন নিয়ে। এই সার্ভিস প্রোভাইডার গুলো আমাদেরকে বছরকে বছর বোকা বানিয়ে আসছে, এর সবচেয়ে বড় কারণ হচ্ছে আমাদেরকে সঠিক স্পিড না দেয়া এবং আমরা না জানার কারণে আমাদেরকে যা তা বুঝিয়ে আসছে। তাই আমি আপনাদের মাঝে শেয়ার করতে চাচ্ছি ইন্টারনেট স্পিড টেস্ট করার সঠিক নিয়ম।

ইন্টারনেট স্পিড টেস্ট করার জন্য অনেকগুলো ওয়েবসাইট রয়েছে তার মাঝে সবচেয়ে ভালো ও বহুল ব্যবহৃত দুটি ওয়েবসাইট হলো।

 1 . Google Fiber Speed Test

 2. Ookla Speed Test

আমি আজকে আপনাদের গুগল স্পিড টেস্ট করে দেখাবো।

প্রথমে আমরা এই লিংকে প্রবেশ করে নিব।

https://fiber.google.com/speedtest/

প্রবেশ করার পর এরকম ইন্টারফেস আসবে। 

এই ইন্টারফেসর যদি আমি স্পিড টেস্ট করি এটা আমার লোকাল মানে বাংলাদেশের ভেতরকার সার্ভার স্পিড গুলো দেখাবে। যে কারণে উনি যত এমবিবিএস ইন্টারনেট নিয়েছেন তার থেকে অনেক বেশি এমবিপিএস দেখাবে কারণ তারা এখানে স্পিড বাড়িয়ে দিয়ে রাখছে কারণ আমাদের দেশের অভ্যন্তরীণ ইন্টারনেট exchange বা বাংলাদেশ ইন্টারনেট এক্সচেঞ্জ ব্যান্ডউইথ এর দাম কম। 

কিন্তু আমাদের বেশিরভাগ ক্ষেত্রেই ডাউনলোড করা লাগে বাহিরের বিভিন্ন দেশের সার্ভার থেকে এবং বিভিন্ন ওয়েবসাইট যাদের সার্ভার বাংলাদেশের নেই সেসব ওয়েবসাইটে আমাদের ঢোকার দরকার পড়ে তখন দেখা যায় সেই স্পিড আমাদের কম। কিন্তু লাইন প্রোপাইটার আপনাকে বাংলাদেশের অভ্যন্তরীণ স্পিড দেখিয়ে বলবে এটাই আপনার স্পিড। তাই আপনি এখান থেকে যেই সার্ভার বা যেই দেশের সার্ভার আপনার ব্যবহার করা দরকার সেই দেশের সার্ভার সিলেক্ট করে নিবেন। তারপর আবার টেস্ট দিবেন দেখবেন যে আগের থেকে স্পিড কিছুটা কম আসবে। যদি কিছুটা কম আসে তাহলে ঠিক আছে কিন্তু যদি অনেক কম আসে তাহলে আপনাকে ঠিকঠাক স্পিড দিচ্ছে না।

 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow