দেশের সবচেয়ে ছোট্ট পাখি ফুলঝুরি

ফুলঝুরিকে প্রথমে দেখে টুনটুনি বলে ভুল হয়। কিন্তু আকৃতিতে এই পাখি টুনটুনির চেয়েও ছোট। আর ফুলঝুরির লেজ টুনটুনির মতো ওপরের দিকে উঁচু করা থাকে না। থাকে শরীরের সঙ্গে সমান্তরালভাবে নিচের দিকে নামানো। 

Jan 15, 2024 - 23:49
Jan 16, 2024 - 13:51
 0  124
দেশের সবচেয়ে ছোট্ট পাখি ফুলঝুরি
Picture Source: Wikipedia

ফুলঝুড়ি (Flowerpecker) হলো Nectariniidae গোত্রের ছোট আকারের গায়ক পাখি। এরা দক্ষিণ এশিয়া, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে বিস্তৃত। বাংলাদেশে ৮ প্রজাতির ফুলঝুড়ি পাখি দেখা যায়।ফুলঝুরির ইংরেজি নাম Pale-Billed Flowerpecker or Tickell's Flowerpecker। বৈজ্ঞানিক নাম Dicaeum erythrorhynchos। ফুলঝুরিকে প্রথমে দেখে টুনটুনি বলে ভুল হয়। কিন্তু আকৃতিতে এই পাখি টুনটুনির চেয়েও ছোট। আর ফুলঝুরির লেজ টুনটুনির মতো ওপরের দিকে উঁচু করা থাকে না। থাকে শরীরের সঙ্গে সমান্তরালভাবে নিচের দিকে নামানো। 

ফুলঝুড়ি পাখির আকার সাধারণত ৮-১৩ সেন্টিমিটার। এদের ঠোঁট ছোট, মোচাকৃতির ও চকচকে। পুরুষ ফুলঝুড়ির পালক সাধারণত উজ্জ্বল রঙের হয়। এদের মাথা, ঘাড় ও পিঠের রং লাল, নীল বা কালো হতে পারে। বুক ও পেটের রং সাদা, হলুদ বা বাদামি হতে পারে। স্ত্রী ফুলঝুড়ির পালক সাধারণত পুরুষ ফুলঝুড়ির তুলনায় ম্লান রঙের হয়।

খাদ্যাভ্যাস

ফুলঝুড়ি পাখি মধু, ফল ও কীটপতঙ্গ খেয়ে জীবনধারণ করে। এরা ফুলের মধু খেতে বিশেষ পারদর্শী। ফুলের ভেতরের মধু চুষে খেতে এদের ঠোঁটের আকৃতি বিশেষভাবে উপযোগী। এছাড়াও, এরা ফলের রস ও কীটপতঙ্গ খেতে পছন্দ করে।

প্রজনন

ফুলঝুড়ি পাখি সাধারণত বর্ষাকালে প্রজনন করে। এরা গুল্ম বা চারা গাছে ঝুলন্ত বাসা বানায়। বাসাটি গোলকাকৃতির ও ভেতর থেকে তুলো ও কোমল লতাপাতা দিয়ে তৈরি করা হয়। স্ত্রী ফুলঝুড়ি সাধারণত ২-৪টি ডিম পাড়ে। ডিম ফুটে ছানা হয় ১০-১২ দিনে। ছানারা উড়তে শিখে ৩-৪ সপ্তাহে।

Image 2: Flowerpecker grips twig and a leaf to maintain its standing position. 9 November 2021. Ang Mo Kio Garden West, Singapore.

Image besgroup: Flowerpecker grips twig and a leaf to maintain its standing position. 9 November 2021. Ang Mo Kio Garden West, Singapore.

বাসস্থান

ফুলঝুড়ি পাখি সাধারণত মিশ্র চিরহরিৎ বনাঞ্চল, সুন্দরবনের গরান বনাঞ্চল ও দেশের দক্ষিণ-পূর্ব বনাঞ্চলে বাস করে। এছাড়াও, এদের শহরের উদ্যান ও পার্কেও দেখা যায়।

বাংলাদেশে ৮ প্রজাতির ফুলঝুড়ি পাখি দেখা যায়। এগুলো হলো:

    • লাল পিঠ ফুলঝুড়ি  ( Dicaeum cruentatum)
    • মেটেঠোঁট ফুলঝুড়ি (Dicaeum erythrorynchos)
    • কালোঠোঁট ফুলঝুড়ি (Dicaeum melanorhynchum)
    • নীলঠোঁট ফুলঝুড়ি (Dicaeum azureum)
    • হলুদঠোঁট ফুলঝুড়ি (Dicaeum chrysorrheum)
    • লালঠোঁট ফুলঝুড়ি (Dicaeum rufirhynchum)
    • হুল ফুলঝুড়ি (Dicaeum concolor)
    • ঝুঁটি ফুলঝুড়ি (Dicaeum ignipectus)

ফুলঝুড়ি পাখি একটি সাধারণ পাখি হলেও, এরা ফুলের মধু খেয়ে ফুলের পরাগায়নে সাহায্য করে। এছাড়াও, এরা কীটপতঙ্গ খেয়ে পরিবেশের ভারসাম্য রক্ষায় ভূমিকা রাখে। আবাসস্থল ধ্বংস ও কীটনাশকের ব্যবহারের ফলে এদের সংখ্যা কমে আসছে। এদের সংরক্ষণের জন্য বনাঞ্চল সংরক্ষণ, কীটনাশকের ব্যবহার কমানো ও জনসচেতনতা বৃদ্ধি করা জরুরি। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

Mehedi I am Mehedi Hasan Siam-Professional Web Developer and IT Professional