চলুন ঘুরে আসি নিশাচর প্রানীর রাজ্যে

যেসব প্রাণী দিনে ঘুমায় এবং রাতে সক্রিয় থাকে তাদের নিশাচর প্রাণী বলা হয়। যেমন, নেকড়ে, বাদুড় ইত্যাদি। কিছু মরুভূমির প্রাণীকে নিশাচর হিসেবে অভিযোজিত করা হয় জ্বলন্ত তাপ থেকে বাঁচতে।

Jun 24, 2024 - 12:03
Jun 24, 2024 - 13:35
 0  68
চলুন ঘুরে আসি নিশাচর প্রানীর রাজ্যে
নিশাচর প্রাণী (Buffy fish owl, Ketupa ketupu (Bangla: pecha)

বাংলাদেশের প্রানীকুলের বড় একটি প্রজাতি নিশাচর। আচরণ ও স্বভাবগত দিক দিয়ে এরা অন্য প্রাণিদের থেকে আলাদা। এরা দিনের বেলা ঘুমায় এবং রাতে সক্রিয় থেকে খাদ্য সংগ্রহ করে। রাতে বিচরণ করে বলেই এইসব প্রাণীদের নিশাচর প্রাণী বলা হয়। নিশাচর প্রাণীরা প্রকৃতিগতভাবে শ্রবণশক্তি, ঘ্রাণশক্তি, দৃষ্টিশক্তি উচ্চ ক্ষমতাসম্পন্ন অধিকারী হয়ে থাকে। অন্ধকারে স্বচ্ছন্দে চলাফেরার জন্য এই ইন্দ্রিয়গুলো খুব সজাগ ও তীক্ষ্ম হয়। তাদের চোখ বিশেষ ধরনের হয় যা টর্চলাইটের আলো কিংবা অন্য কোন দৃষ্টিগ্রাহ্য আলোর সাহায্যে উজ্জ্বল লাল, কমলা, হলুদ ধরনের দেখা যায়। নিশাচর প্রকৃতির এই বন্যপ্রাণীদের মধ্যে রয়েছে বিভিন্ন প্রজাতির স্তন্যপায়ী, উভচর, সরীসৃপ ও পাখি, যাদের মধ্যে পেঁচা,রাতচরা বাদুর, সজারু, শেয়াল, খাটাস, বনবিড়াল ইত্যাদি।  

বাদুর

প্রখর শ্রবণশক্তি নিশাচর পাখি পেঁচা। এরা সাধারণত গাছের খোঁড়লে বাস করে। রাতে শিকার ধরতে বের হয়। এদের প্রখর দৃষ্টিশক্তি রাতের আধারে শিকার খুঁজতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নিশাচর শিকারি পাখি প্যাঁচার ঠোঁট ও নখ বাঁকানো ও তীক্ষ্ম যা তাদের শিকার ধরতে সাহায্য করে। পেঁচার মত রাতচরা পাখিও দিনের বেলা বিশ্রামে থাকে, রাতে খাবারের খোঁজে সক্রিয় হয়। রাতের অন্ধকারেই উড়ন্ত কীটপতঙ্গ ধরে খায়।

খাটাস

স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে উড়তে পারা বাদুরকে কমবেশি সবাই চিনে । বাদুর নিশাচর প্রাণী। এরা উড়ে চলার সময় এরা উচ্চ শব্দ করে, যা মানুষের শ্রবণসীমার চাইতে বেশি। তাই চলাফেরার জন্য সে শ্রবণশক্তিকে কাজে লাগায়। বেশিরভাগ বাদুর ফলমূল খায়। তবে এদের ছোট ছোট পোকামাকড় ধরেও খেতে দেখা যায়।  

এদেশের অধিকাংশ ব্যাঙই নিশাচর প্রকৃতির। গেছোব্যাঙের সবগুলো প্রজাতি দিনের বেলা বিভিন্ন গাছের কোটরে কিংবা পাতার আড়ালে লুকিয়ে থাকে। সন্ধ্যার পর এরা খাদ্যের সন্ধানে বের হয়।  

বনবিড়াল

নিশাচর প্রাণীদের মধ্যে সবথেকে চতুর প্রাণী শিয়াল। সন্ধ্যা নামার সাথে সাথে শিয়ালের হুক্কা হুয়া ডাক গ্রামীন পরিবেশের অবিছেদ্য অংশ। এরা সাধারণত দিনে ঝোপঝাড়ে লুকিয়ে থাকে এবং রাতের প্রথমভাগেই শিকারে বের হয়। ছোট ছোট প্রাণী, কীটপতঙ্গ, ফলমূল ইত্যাদি খায়। এছাড়াও এরা উচ্ছিষ্ট খেয়ে পরিবেশ সুন্দর রাখতে সাহায্য করে।

অন্যান্য স্তন্যপায়ী প্রাণীদের থেকে আকারে ছোট নিশাচর প্রাণী সজারু । সজারুর পিঠে ছোট ছোট কাঁটা আছে। এরা চোখে ভালো দেখতে পায় না কিন্তু ভালো শুনতে পারে। শিকার ধরার সময় নাক দিয়ে বিশেষ ধরনের শব্দ করে এবং বিপদের আঁচ পেলে কাঁটা ফুলিয়ে ফেলে।    

এছাড়াও বিভিন্ন প্রজাতির টিকটিকি ও সাপের কিছু প্রজাতি নিশাচর প্রকৃতির।     

রাতে সক্রিয় থাকায় এসব নিশাচর প্রাণীদের দিবাভাগের প্রাণীর সাথে তাদের খাদ্যের সাংঘর্ষিকতা হয় না। যেহেতু রাতে অন্যরা বিশ্রাম নেয়, কাজেই তাদের শত্রুও কম। তাই এরা খুব সহজেই খাদ্যশৃংখল বজায় রেখে প্রকৃতির ভারসাম্য রক্ষায় ভূমিকা রাখে। এছাড়াও এরা ক্ষতিকর পোকামাকড় দমন এবং বীজের বিস্তারে সহায়তা করে। তবে দিন দিন প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে এসব উপকারী নিশাচর প্রাণী। তাই এদের সংরক্ষণে সবার সচেতনতার পাশাপাশি পর্যাপ্ত ব্যাবস্থা নেয়া জরুরী ।   

নিশাচর প্রাণী সম্পর্কে প্রশ্নোত্তর:

কোন প্রাণী রাতে ঘুমায় না?

উত্তরঃ প্রাণীকেই কিছু না কিছু সময় ঘুমাতে হয়। কিছু প্রাণী দিনের বেলায় ঘুমায়, আবার কিছু রাতের বেলায়। তবে, কিছু প্রাণী আছে যারা খুব কম ঘুমায়,

যেমন:

গিরগিট: গিরগিট দিনের বেলায় সক্রিয় থাকে এবং রাতের বেলায় খুব কমই ঘুমায়।

হাতি: হাতি দিনের বেলায় খাবার খায় এবং রাতের বেলায়ও কিছুটা খাবার খায় এবং ঘুরে বেড়ায়।

ডলফিন: ডলফিন দিনের বেলায় এবং রাতের বেলায় ঘুমায়, তবে তাদের ঘুম খুব হালকা হয়।

দুটি নিশাচর পাখির নাম কি?

উল্লু: উল্লু হল সবচেয়ে পরিচিত নিশাচর পাখি। এরা চমৎকার দৃষ্টিশক্তি এবং শ্রবণশক্তি সম্পন্ন এবং রাতের বেলায় শিকার করে।

শালিক: শালিকও নিশাচর পাখি, তবে এরা দিনের বেলায়ও কিছুটা সক্রিয় থাকে।

নিশাচর প্রাণীরা অন্ধকারে দেখতে পায় কেন?

উত্তরঃ  নিশাচর প্রাণীদের চোখে বিশেষ কোষ থাকে যা তাদের অন্ধকারে দেখতে সাহায্য করে। এই কোষগুলিকে "রড" বলা হয় এবং এগুলি আলোর খুব কম পরিমাণেও দেখতে পারে। এছাড়াও, কিছু নিশাচর প্রাণীর চোখে "প্রতিফলক" থাকে যা আলোকে প্রতিফলিত করে এবং তাদের আরও ভালোভাবে দেখতে সাহায্য করে।

 

নিশাচর প্রাণী অর্থ কি?

উত্তরঃ নিশাচর প্রাণী হল এমন প্রাণী যারা রাতের বেলায় সবচেয়ে বেশি সক্রিয় থাকে। দিনের বেলায় তারা সাধারণত ঘুমায় বা বিশ্রাম নেয়।

 

রাতে কয়টি প্রাণী বের হয়?

উত্তরঃ অসংখ্য প্রাণী রাতে বের হয়। এর মধ্যে রয়েছে স্তন্যপায়ী প্রাণী, পাখি, সরীসৃপ, উভয়চর এবং পোকামাকড়।

 

কোন প্রাণী সবচেয়ে বেশি সময় ঘুমায়?

উত্তরঃ কোয়ালারা স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে সবচেয়ে বেশি ঘুমায়, প্রতিদিন প্রায় 18-20 ঘন্টা।

 

কোন প্রাণী সবচেয়ে কম ঘুমায়?

উত্তরঃ জিরাফ স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে সবচেয়ে কম ঘুমায়, প্রতিদিন মাত্র 4-5 ঘন্টা।

 

কোন প্রাণী ঘুমানোর পর মারা যায়?

উত্তরঃ কোন প্রাণী ঘুমানোর পর মারা যায় না। তবে, কিছু প্রাণী আছে যারা "হাইবারনেশন" নামক একটি বিশেষ ঘুমে যায়। হাইবারনেশনের সময়, প্রাণীর শারীরিক ক্রিয়াশীলতা অনেক কমে যায় এবং তারা দীর্ঘ সময় ধরে খাবার ছাড়াই টিকে থাকতে পারে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

Mehedi I am Mehedi Hasan Siam-Professional Web Developer and IT Professional