মেঘশিরীষ ফুল- রেইনট্রি ফুল

মেঘশিরীষ ফুল একটি সুন্দর এবং মনোরম ফুল। এর বৈজ্ঞানিক নাম Albizia saman।  মেঘশিরীষ ফুলের রঙ সাধারণত গোলাপী বা হালকা সবুজ। ফুলের আকৃতি গুচ্ছবদ্ধ। প্রতিটি গুচ্ছে কয়েকশো ফুল থাকে। ফুলের সৌন্দর্য বিকীর্ণ পরাগ-কেশরে নিহিত। পরাগকেশরের অগ্রভাগ গোলাপী, নিচের অংশ সাদা। ফুল মৃদু সুগন্ধযুক্ত।

Jan 16, 2024 - 23:18
Jan 21, 2024 - 13:09
 0  265
মেঘশিরীষ ফুল- রেইনট্রি ফুল
flickr

মেঘশিরীষ ফুল একটি সুন্দর এবং মনোরম ফুল। এর বৈজ্ঞানিক নাম Albizia saman।  মেঘশিরীষ ফুলের রঙ সাধারণত গোলাপী বা হালকা সবুজ। ফুলের আকৃতি গুচ্ছবদ্ধ। প্রতিটি গুচ্ছে কয়েকশো ফুল থাকে। ফুলের সৌন্দর্য বিকীর্ণ পরাগ-কেশরে নিহিত। পরাগকেশরের অগ্রভাগ গোলাপী, নিচের অংশ সাদা। ফুল মৃদু সুগন্ধযুক্ত।

মেঘশিরীষ ফুল ফোটে মে থেকে জুন মাসের মধ্যে। ফুল ফোটার সময় গাছটিকে দেখতে মেঘের মতো মনে হয় বলে একে মেঘশিরীষ বলা হয়। এটি বাতাসের দূষণ কমাতে সাহায্য করে। 

আপনার জন্মস্থান যদি বরিশাল কিংবা খুলনা অঞ্চলে হয়ে থাকে তবে আপনি এই গাছটির সাথে সুপরিচিত এই গাছটি বরিশালের ভাষায় রেন্ডি গাছ বলা হয় তবে এর সঠিক নাম বিলাতি শিরীষ / রেইনট্রি / রেইনট্রি কড়ই (Scientific Name: Samanea saman)। এই গাছ বাতাসের দূষণ কমাতে সাহায্য করে।  এছাড়াও, গাছটি কাঠের জন্যও গুরুত্বপূর্ণ। এর কাঠ শক্ত এবং টেকসই। এটি আসবাবপত্র, নৌকা, কৃষি যন্ত্রপাতি ইত্যাদি তৈরিতে ব্যবহৃত হয়।  এই গাছ বিক্রিও হয় অনেক চড়া দামে।

Risingbd

গাছের ফল অনেকটা দেখতে তেতুলের মত ও রঙ কাচা অবস্থায় সবুজ ও পেকে গেলে কালো এবং আবরণ শক্ত হয়ে থাকে। এই গাছের ফল ঔষধি কাজে ব্যাবহার হয়।এই গাছ অতি স্বল্প যত্নে বেড়ে উঠতে পারে এর পরিচর্যা দরকার পড়ে খুব যার কারণে গ্রামাঞ্চলে এর রোপনের সংখ্যা অনেক বেশি।

বাংলাদেশে রেইনট্রি ব্যাপকভাবে রোপণ করা হয়। বরিশাল, খুলনা, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী  ইত্যাদি শহরের রাস্তাঘাট, পার্ক, উদ্যান ইত্যাদি স্থানে এটি দেখা যায়

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

Mehedi I am Mehedi Hasan Siam-Professional Web Developer and IT Professional