সহজে অনলাইনে টাকা ইনকাম
অনলাইনে কীভাবে আয় করা যায়?

অনলাইনে টাকা ইনকাম এটা মোটামুটি সবারই স্বপ্ন, তবে বাংলাদেশের প্রেক্ষিতে এই কাজটি অনেকটা সোনার হরিণের মত। আমাদের পূর্ববর্তী দেশ ভারত এই দিক থেকে আমাদের থেকে অনেক এগিয়ে, ভারতের অফিস গুলো ফ্রিলান্সার নিয়োগ করে বেশিরভাগ ডেটা সম্পাদনার কাজ করে থাকে। আমাদের দেশেও ডাটা ইনপুটের অনেক কাজ রয়েছে কিন্তু সেগুলো অফলাইনে কন্ট্রাকের মাধ্যমে করানো হয়, তবে আমি আজ আপনাদের সাথে এমন কিছু টিপস সেয়ার করবো, আপনারা চাইলে এইসব কাজ করে টাকা ইনকাম করতে পারবেন। তবে এই কাজগুলো শুধু বিগেনার দের জন্য। কারণ যারা প্রোফেশনাল তারা এই ব্লগ পরতে আসবে না স্বাভাবিক। তারা ইতিমধ্যে মার্কেটপ্লেসে কাজ করছে তাই তাদের জানা আছে কোথায় গেলে টাকা ইনকাম করতে পারবে।
লেখালিখির মাধ্যমে টাকা ইনকাম:
কন্টেন্ট ক্রিয়েটর শব্দটির সাথে আমরা মোটামুটি সবাই পরিচিত, কন্টেন্ট কয়েক ধরনের হয়ে থাকে। তবে সব চেয়ে বেশি দরকার পরে টেক্সট কন্টেন্ট বা স্ক্রিপ্ট বা ব্লগ রাইটিং যেভাবেই বলেন না কেন এটা কন্টেন্ট রাইটিং এর মধ্য পরবে। আমাদের দেশে এই ফিল্ডে চাকরি খুব একটা নেই তবে বাইরের দেশে কন্টেন্ট রাইটিং এ অনেক চাহিদা রয়েছে। আপনি চাইলে ফাইবারে গিগ করতে পারেন আপনার কন্টেন্ট রাইটিং স্কিল ভালো হলে কিছু উদাহরণের লিঙ্ক দিয়ে রাখবেন, আর আপনাদের জন্য সুখবর যে আমাদের জনবার্তায় লেখালেখি করলে ও আপনার ইনকাম আসবে। প্রাথমিকভাবে এটা কম হলেও ভবিষ্যৎ এ এর পরিধি বাড়ানো হবে। আপনাদের প্রতিটি পোস্টের ভিউ কাউন্ট করা হয় ।
ছবি এডিট করে টাকা ইনকাম:
আজকাল এ আই এর যুগেও ছবি এডিটরের অনেক চাহিদা রয়েছে, আপনি শুরুতে বিভিন্ন ছবি বা লোগো কন্টেস্টে যোগদান করুন। এতে আপনার কনফিডেন্স বাড়বে ও কাজ কীভাবে করতে হয় তার সম্পর্কে ধারণা বাড়বে। এরকম একটি ওয়েবসাইট: 99design
ভিডিও এডিট করে টাকা ইনকাম:
ভিডিও এডিটিং এর চাহিদা দেশে ও দেশের বাইরে প্রচুর পরিমাণে আজকাল মানুষ ইউটিউব ফেসবুকের প্রতি যেমন আসক্তি বাড়ছে তেমনি এসব ভিডিও এডিটরের চাহিদাও দিন দিন বাড়ছে, আপনি চাইলে Upwork,Fiveer সহ বিভিন্ন মার্কেটপ্লেসে কাজ করতে পারবেন এছাড়াও ইউটিউবে নিজের ভিডিও প্রকাশ করতে পারবেন।
What's Your Reaction?






