সারা দেশে হাড় কাঁপানো শীত, কী আছে তিনদিনের পূর্বাভাসে?

উত্তর, উত্তর-পশ্চিম দিক থেকে হাড় কাঁপানো হিমেল হাওয়া বইছে। সেই সাথে মাঝারি থেকে ঘন কুয়াশায় দুর্বিষহ হয়ে পড়েছে স্বাভাবিক জনজীবন।

Jan 14, 2024 - 14:42
 1  129
সারা দেশে হাড় কাঁপানো শীত, কী আছে তিনদিনের পূর্বাভাসে?
সারা দেশে হাড় কাঁপানো শীত, কী আছে তিনদিনের পূর্বাভাসে?

সারা দেশে হাড় কাঁপানো শীত, কী আছে তিনদিনের পূর্বাভাসে?

কয়েকদিন ধরে দেশের বেশির ভাগ অঞ্চলে হাড় কাঁপানো শীত অনুভূত হচ্ছে। ভারী কুয়াশার স্তর ঘিরে আছে

চারদিক। আজ রোববার (১৪ জানুয়ারি) বেলা পৌনে ১২টা নাগাদ রাজধানীতে দেখা মেলেনি সূর্যের।

আগামী তিনদিনেও ঠাণ্ডার প্রকোপ কমার সুখবর নেই। আজ সকালে আবহাওয়া অফিসের দেয়া ৭২ ঘণ্টার পূর্বাভাস থেকে তথ্য জানা গেল।

সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়েছে, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ ভারতের পশ্চিমবঙ্গ তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

আজ রোববার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাস বলছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহন সড়ক যোগাযোগে সাময়িকভাবে বিঘ্ন ঘটতে পারে।

আরো বলা হয়, রাজশাহী, দিনাজপুর, পঞ্চগড় চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে মৃদু শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু জায়গায় থেকে প্রশমিত হতে পারে।

সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকলেও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। দেশের অনেক জায়গায় দিনে ঠান্ডা পরিস্থিতি বিরাজ করতে পারে।

সারা দেশে রাত-দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে বলেও আগামী সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়েছে।

১৬ জানুয়ারি অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারাদেশে রাত দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

দুইদিনও কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহন সড়ক যোগাযোগে সাময়িকভাবে বিঘ্ন ঘটতে পারে।

এর সঙ্গে বর্ধিত পাঁচদিনের আবহাওয়ার পূর্বাভাসে বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা হচ্ছে।

 

                                                                                                    সূত্রঃ জনোবার্তা ডট কম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

Samad I am simple....