সিডি ডিভিডি ও ব্লুরে ডিস্কে কিভাবে তথ্য সংরক্ষন করা হয়

Aug 19, 2024 - 23:07
 0  17
সিডি ডিভিডি ও ব্লুরে ডিস্কে কিভাবে তথ্য সংরক্ষন করা হয়
সিডি ডিভিডি ও ব্লুরে

সিডিতে তথ্য সংরক্ষন করা হয় বাইনারি সংখ্যা রুপে। সিডি রাইটার দিয়ে ডিস্কের গায়ে ছোট ছোট গর্ত করা হয়। গর্তগুলো দিয়ে বাইনারি ০ কে বুঝায়। গর্ত ছাড়া ডিস্কের চকচকে মসৃণ সমতল পৃষ্ঠকে বাইনারি ১ হিসেবে প্রকাশ করা হয়। এভাবে সিডির গায়ে অসংখ্য গর্ত (Pits) ও সমতল পৃষ্ঠ (Lands) দিয়ে তথ্যকে বাইনারি সংখ্যা হিসেবে সংরক্ষন করা হয়।

সিডিটি যখন প্লেয়ারে প্রবেশ করানো হয়, তখন সেটা ঘুরতে থাকে। এ অবস্থায় সিডির গায়ে ইনফ্রারেড বা অবলোহিত রশ্মি ফেলা হয়। গর্তগুলো যখন সেই আলোতে পড়ে, তখন তার প্রতিফলন ঘটেনা। এভাবে সিডি প্লেয়ার বুঝে ফেলে, এটা বাইনারি ০। মসৃণ পৃষ্ঠে প্রতিফলিত হলে প্লেয়ারটি বাইনারি ১ ধরে নেয়।

ডিভিডি (DVD) ও ব্লুরে(Blu-Ray) ডিস্কেও এভাবে তথ্য সংরক্ষন করা হয়। তবে ডিভিডিতে গর্তগুলো সিডির থেকে ছোট হয়ে থাকে এবং ব্লুরে ডিস্কের গর্তগুলো আরো ছোট ও সুক্ষ হয়ে থাকে।  এই কারনে সিডি, ডিভিডি, ব্লুরে ডিস্কের আকার একই হওয়া সত্তেও সিডি থেকে ডিভিডি তে এবং ডিভিডি থেকে ব্লুরে ডিস্কে ধারণ ক্ষমতা বেশি। তাছাড়া ডিভিডি ও ব্লুরে ডিস্কে সিডির মতো ইনফ্রারেড লাইট ব্যাবহার হয়না। এই ডিস্ক রিড করার জন্য আরো ছোট তরঙ্গদৈর্ঘ্য বিশিষ্ট লাল রশ্মি ব্যাবহার করা হয়। ব্লুরে ডিস্কের গর্ত আরো ছোট তাই সেগুলো রিড করার জন্য আরো ছোট তরঙ্গদৈর্ঘ্য বিশিষ্ট নীল রশ্মি ব্যাবহার করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow