বাংলা ডাহর (Bengal Florican)

বাংলা ডাহর (Bengal Florican) এক ধরনের ডাহর। দেশের দক্ষিনানঞ্চল সহ এরা ঢাকার উত্তরে সাভার এলাকায় অবস্থিত তৃণভূমিতে বিচরণ করত

Jan 3, 2024 - 23:40
Jan 8, 2024 - 17:50
 0  142
বাংলা ডাহর (Bengal Florican)

বাংলা ডাহর (Bengal Florican) এক ধরনের ডাহর। দেশের দক্ষিনাঞ্চল সহ এরা ঢাকার উত্তরে সাভার এলাকায় অবস্থিত তৃণভূমিতে বিচরণ করত । লম্বা পায়ের অধিকারী মুরগির মতো দেখতে এরা প্রায় ২ কিলোগ্রাম ওজনের হত। এরা তৃণভূমিতে পোকা, নানা ধরনের গিরগিটি, সাপ ইত্যাদি খেয়ে বেঁচে থাকতো। ময়ূরের মতই এরা বিশালাকার ভূ-চড় পাখি। সাধারণত এদের পাখা কেবল কোর্টশীপের (সংগীকে আকর্ষন) সময় এবং জরুরি মুহূর্তে উরার সময় ব্যবহার করে।

বসন্তের পূর্বরাগ  বা সংগীকে আকর্ষন করার সময় পুরুষ ডাহর ঘাসের উপরে লাফিয়ে লাফিয়ে শূন্যে ভেসে এবং ঘাড়ের চমৎকার কালো পলক প্রদর্শন করে সংগীকে আকর্ষন করত। অষ্টাদশ শতাব্দীর বাংলা ডাহরের প্রাচুর্যের কথা FB Simson তার লেটার্স অন স্পোর্ট ইন ইস্টার্ন বেঙ্গল (Letters on sport in eastern Bengal) বইতে উল্লেখ্য করেছেন। বাংলা ডাহরের নামের মধ্য বাংলা শব্দটি কেবল ইংরেজি  (Bengal Florican) এবং বাংলা ভাষায় স্থান করে নিয়েছে এমনটি শুধু নয়, এমনকি বৈজ্ঞানিক নামেও বাংলা উল্লেখ্য আছে (Houbaropsis bengalensis). গত শতকের শুরুর দিকেই বাংলা ডাহর চিরতরে হারিয়ে যায়। বর্তমানে বাংলাদেশের কোথাও এদের অস্তিত্ব নেই। অল্প কিছু সংখ্যক আসাম, কম্বোডিয়া ও ভিয়েতনামে টিকে আছে বিশ্বজুরে এরা সংকটাপন্ন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

Mehedi I am Mehedi Hasan Siam-Professional Web Developer and IT Professional