বয়স্ক ভাতা অনলাইন আবেদন 2023

এক নজরে সম্পূর্ণ পোস্ট বয়স্ক ভাতা কি? বাংলাদেশ বয়স্ক ভাতা কত টাকা? বয়স্ক ভাতা কত বছর বয়সে দেওয়া হয়? বয়স্ক ভাতা অনলাইন আবেদন 2023 সতর্কতা বয়স্ক ভাতা মোবাইল ব্যাংকিং সাধারণ জিজ্ঞাসিত প্রশ্ন শেষ কথা

Dec 31, 2023 - 15:56
Jan 13, 2024 - 11:15
 2  62
বয়স্ক ভাতা অনলাইন আবেদন 2023

বয়স্ক ভাতা আবেদন ফরম pdf

আজকাল, আমরা অনেক বেশি কম্পিউটার এবং ইন্টারনেট ব্যবহার করি। এটি লোকেদের জন্য ঘরে বসে তাদের কাজ করা সহজ করে তোলে। এটি মানুষকে যতটা কষ্টের মধ্য দিয়ে যেতে হবে না তাও সাহায্য করে। আমরা অনলাইনে যা করতে পারি তার মধ্যে একটি হল বিশেষ অর্থের জন্য আবেদন করা যা বয়স্ক ব্যক্তিরা পেতে পারেন। আজ, আমরা ইন্টারনেট ব্যবহার করে কীভাবে সিনিয়র সিটিজেন অ্যালাউন্সের জন্য আবেদন করতে হয় সে সম্পর্কে জানব।

আজকের আর্টিকেলটি পড়লে আপনি বয়স্ক ভাতা মোবাইল ব্যাংকিং, অনলাইন আবেদন, বয়স্ক ভাতা আবেদন ফরম ইত্যাদি বিষয় নিয়ে বিস্তারিত জানতে পারবেন। একই সাথে কিভাবে অনলাইনে বয়স্ক ভাতার জন্য আবেদন করতে হয় সে বিষয়েও জানতে পারবেন।

বয়স্ক ভাতা কি?

বয়স্ক ভাতা হচ্ছে সরকারের একটি কর্মসূচি যার মাধ্যমে সরকারের পক্ষ থেকে বয়স্ক, দুস্থ, কর্মহীন ও স্বল্প আয়ের লোকেদের আর্থিক সহযোগিতা দেওয়া হয়।

বাংলাদেশ বয়স্ক ভাতা কত টাকা?

বাংলাদেশে বয়স্ক ভাতা কত টাকা ? এই প্রশ্নটি অনেকেই করে থাকেন। এই উত্তর আসলে সময়ের সাথে সাথে পরিবর্তন হচ্ছে। আগে ভাতার পরিমাণ অনেক কম থাকলেও সরকার দিনে দিনে এর পরিমাণ বাড়াচ্ছে। বর্তমানে বয়স্ক ভাতা প্রতি মাসে ৬০০ টাকা হারে প্রদান করা হয়। তবে এটি পরিবর্তনশীল।

বয়স্ক ভাতা কত বছর বয়সে দেওয়া হয়?

বয়স্ক ভাতার জন্য আবেদন করতে হলে নির্দিষ্ট বয়সসীমা অনুসরণ করতে হবে। আবেদনের জন্য পুরুষের বয়স সর্বনিম্ন ৬৫ বছর (১৯৫৮ বা তার আগে জন্ম) এবং মহিলাদের ক্ষেত্রে সর্বনিম্ন ৬২ বছর (১৯৬১ বা তার আগে জন্ম) হতে হবে।

বয়স্ক ভাতা অনলাইন আবেদন 2023

বর্তমান সময়ে বয়স্ক ভাতার জন্য অনলাইনে আবেদন করা যায়। শুধু কম্পিউটার নয় মোবাইল ফোনের মাধ্যমেও আবেদন করা যায়। তাই মানুষ ঘরে বসেই আবেদন করতে পারেন। এতে মানুষের ভোগান্তি অনেকাংশে কমে গেছে। আবেদন করার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন।

বয়স্ক ভাতা আবেদন অনলাইন

আরেকটি গুরুত্বপূর্ণ কথা। মাঝেমধ্যে সিস্টেম আপডেটের কাজের জন্য আবেদনের ওয়েবসাইটটি বন্ধ থাকে। তখন “সিস্টেম উন্নয়নের কাজ চলছে। সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত” এই লেখাটি ওয়েবসাইটে দেখা যায়। তখন আপনি আবেদন করতে পারবেন না। তবে নিয়ম-কানুন গুলো পড়ে নিন। একই নিয়মে আপডেটের কাজ শেষ হলে আবেদন করতে পারবেন।

বিঃদ্রঃ- (*) চিহ্ন দেওয়া ঘরগুলো অবশ্যই পূরণ করতে হবে। তবে সবগুলো ঘর পূরণ করা ভালো।

ধাপ-১ঃ সর্বপ্রথম আপনার ব্রাউজারে http://mis.bhata.gov.bd/onlineApplication এই লিংকে ক্লিক করে ওপেন করুন। নিচের ছবির মতো একটি পেজ ওপেন হবে। সেখানে ‘নির্বাচন করুন‘ বক্সে ক্লিক করে ‘বয়স্ক ভাতা‘ সিলেক্ট করুন।

1

ধাপ-২ঃ দ্বিতীয় ধাপে আপনি নিচের ছবির মতো ২ টি বক্স পাবেন। প্রথম বক্সে যার নামে আবেদন করবেন তার এনআইডি কার্ডের নম্বর লিখুন ও দ্বিতীয় বক্সে জন্ম তারিখ সিলেক্ট করে করুন। এরপর ‘যাচাই করুন‘ লেখায় ক্লিক করুন।

2

আইডি নম্বর ও জন্ম তারিখ

NID নম্বর অবশ্যই ১০ কিংবা ১৭ ডিজিটের হতে হবে। যাদের NID নম্বর ১৩ ডিজিটের তারা মূল NID নম্বরের আগে জন্ম সাল যুক্ত করে দিবেন। যেমন কারো NID নম্বর যদি 5772638625839 হয় এবং তার জন্মসাল যদি ১৯৬০ হয় সেক্ষেত্রে তিনি NID এর ঘরে 19605772638625839 লিখবেন।

ধাপ-৩ঃ ২য় ধাপ অতিক্রম করলে আপনার দেওয়া আইডি কার্ড থেকে ছবিসহ আবেদনকারীর কিছু তথ্য অটোমেটিক পূরণ হয়ে যাবে। যেই ঘর গুলো খালি থাকবে সেগুলো সঠিকভাবে পূরণ করে নিবেন। নিচের ছবিতে উদাহরণ দেখানো হলো।

3

ধাপ-৪ঃ এই ধাপে আবেদনকারী সম্পর্কে বিভিন্ন তথ্য সরবরাহ করতে হবে। যেমনঃ বৈবাহিক সম্পর্ক, শিক্ষাগত যোগ্যতা, পরিবারের সদস্য সংখ্যা (পুরুষ, মহিলা ও হিজড়া), বার্ষিক আয়, পেশা, ভূমির পরিমাণ ইত্যাদি। তথ্যগুলো সঠিকভাবে পূরণ করুন।

4

জাতীয় পরিচয় পত্র অনুযায়ী তথ্য পূরণ করুন

ধাপ-৫ঃ এই ধাপে যোগাযোগের মাধ্যমগুলো দিতে হবে। এক্ষেত্রে আপনার ঠিকানা, মোবাইল নম্বর, মোবাইল নম্বরটি কার সেটি সিলেক্ট করুন, ইমেইল (যদি থাকে) ইত্যাদি ঘর পূরণ করুন।

5

সংরক্ষণ করুন

সম্পূর্ণ ফরমটি একবার দেখে নিন। কারণ, একবার আবেদনটি জমা দিলে আর কোন তথ্য পরিবর্তন করা যাবেনা। সব তথ্য ঠিকঠাক থাকলে ‘সংরক্ষণ‘ বাটনে ক্লিক করে আবেদনটি জমা দিন।

ধাপ-৬ঃ এই ধাপে নিচের ছবির মতো বয়স্ক ভাতা আবেদন ফরম pdf আকারে ডাউনলোড করার অপশন পাবেন। এর জন্য ‘প্রিন্ট‘ বাটনে ক্লিক করে সকল তথ্য সংবলিত বয়স্ক ভাতা ফরম pdf ডাউনলোড করে নিন। নিজের প্রিন্টার না থাকলে কম্পিউটার দোকান থেকে ডাউনলোড করা pdf ফরমটি প্রিন্ট করে বের করে নিতে পারবেন।

6

বয়স্ক ভাতা আবেদন ফরম ডাউনলোড করুন

এরপর প্রিন্ট ফরমটিতে মেম্বার ও চেয়ারম্যানের স্বাক্ষর নিয়ে আপনার এলাকার উপজেলা সমাজসেবা অধিদপ্তরে ফরমটি জমা দিতে হবে। বয়স্ক ভাতা আবেদন যাচাই বাছাই করার পর সঠিক ব্যাক্তিদের বাছাই করে ভাতার জন্য সিলেক্ট করা হবে।

Files

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

Mehedi I am Mehedi Hasan Siam-Professional Web Developer and IT Professional