যশোরের মনিরামপুর উপজেলার পলাশী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে ২০২২ ইং এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল
অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ( ০৯ সেপ্টেম্বর) পলাশী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের মিলনায়তন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে মাহমুদ হাসান সোহাগের সভাপতিত্বে ফিরোজ আল মামুনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেখ রাসেল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাফেজ হাফিজুর রহমান, রাকিব আল হাসান, আশিকুর রহমান প্রমূখ।
এসময় ৬০ জন শিক্ষার্থীকে উপহার সামগ্রী দেওয়া হয় এবং দোয়া মাহফিল শেষে মিষ্টি বিতরণ করা হয়।
এছাড়াও এসময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
জনবার্তা/জআ