Hamster Kombat কি হতে যাচ্ছে ২৬ সেপ্টেম্বর

Sep 17, 2024 - 21:50
 0  35
Hamster Kombat কি হতে যাচ্ছে ২৬ সেপ্টেম্বর
Hamster Kombat

হ্যামস্টার কম্বাট (Hamster Kombat ) কি এই জিনিস, এ থেকে আবার টাকা ইনকাম হয় কীভাবে? এটা কি ফ্রড নাকি? সত্যি কি তবে ২৬ ডিসেম্বর সবাই বড়লোক হতে যাচ্ছে? এই প্রশ্নগুলো বাংলাদেশি ও বিশ্বের আরো কয়েকটি দেশের মানুষের মনে ঘুরপাক খাচ্ছে। কি হবে ২৬ সেপ্টেম্বর লিস্টিং এ? 

আসলে হ্যামস্টার কমব্যাট হলো এক ধরনের গেম, যা সিম্পল ইন্টারফেস নিয়ে গঠিত। আপনি যতবার এই হ্যামস্টার এর উপর ক্লিক করবেন তত কয়েন জমা হবে। এই ক্লিকেই নাকি পাওয়া যাবে বিটকয়েন বা ক্রিপ্টোকারেন্সি, আবার সেই ক্রিপ্টোকারেন্সি পরিবর্তন করা যাবে ডলার থেকে শুরু করে যে কোনো মুদ্রায় করে নেয়া যাবে।

কি এই ক্রিপ্টোকারেন্সি?

ক্রিপ্টোকারেন্সি একটি ডিজিটাল পেমেন্ট সিস্টেম যা ব্যাংক বা অন্য কোনো কেন্দ্রীয় অথরিটি দ্বারা যাচাই করা হয় না। এটি একটি পিয়ার-টু-পিয়ার সিস্টেম, যার মাধ্যমে ব্যবহারকারীরা যে কোনো সময়, যে কাউকে অর্থ প্রেরণ করতে পারে। এই ব্যবস্থায় ব্যবহারকারীদের ফিজিক্যাল রূপে মুদ্রা তাদের সঙ্গে রাখার বা কারেন্সি বিনিময়ের প্রয়োজন হয় না। ক্রিপ্টোকারেন্সির লেনদেনগুলি একটি অনলাইন ডাটাবেসে রেকর্ড করা হয় এবং লেনদেনের তথ্য একটি পাবলিক ডেটাতে সংরক্ষিত থাকে। এই ডিজিটাল মুদ্রাগুলি ডিজিটাল ওয়ালেটে সংরক্ষিত থাকে।

ক্রিপ্টোকারেন্সি নামটি এসেছে তার ট্রানজেকশন ভেরিফিকেশন প্রক্রিয়ায় এনক্রিপশন ব্যবহারের কারণে। এনক্রিপশন হলো একটি শক্তিশালী কোডিং সিস্টেম যা লেনদেন এবং তথ্য নিরাপত্তা নিশ্চিত করে। এই প্রযুক্তির মাধ্যমে, ক্রিপ্টোকারেন্সির নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করা হয়। বিটকয়েন (Bitcoin) হলো সবচেয়ে বিখ্যাত এবং প্রথম ক্রিপ্টোকারেন্সি যা ২০০৯ সালে সতোশি নাকামোতো নামক একটি অজ্ঞাত ব্যক্তি বা দলের দ্বারা তৈরি হয়েছিল।

মাইনিং কী এবং কীভাবে কাজ করে

মাইনিং হলো ক্রিপ্টোকারেন্সি লেনদেনের বৈধতা যাচাই করার এবং নতুন ক্রিপ্টোকারেন্সি ইউনিট তৈরি করার প্রক্রিয়া। এটি একটি মূল ভূমিকা পালন করে ব্লকচেইন নেটওয়ার্কের মধ্যে। মাইনিং সাধারণত কমপ্লেক্স গণনা সমস্যার সমাধান করে এবং এর জন্য শক্তিশালী কম্পিউটিং শক্তি প্রয়োজন।

মাইনিং করার জন্য প্রয়োজনীয় উপকরণ:

Hardware : মাইনিং করার জন্য প্রয়োজন শক্তিশালী হার্ডওয়্যার যেমন ASIC (Application-Specific Integrated Circuit) মেশিন বা GPU (Graphics Processing Unit) মাইনিং রিগ। ASIC মেশিন বিশেষভাবে ক্রিপ্টোকারেন্সি মাইনিংয়ের জন্য ডিজাইন করা হয়, এবং GPU রিগ গ্রাফিক্স কার্ড ব্যবহার করে কাজ করে।

মাইনিং সফটওয়্যার: এটি একটি প্রোগ্রাম যা হার্ডওয়্যারকে ক্রিপ্টোকারেন্সি ব্লক তৈরির জন্য প্রয়োজনীয় গণনা সমস্যার সমাধান করতে সহায়তা করে। কিছু জনপ্রিয় মাইনিং সফটওয়্যার হলো CGMiner, BFGMiner, এবং NiceHash।

ওয়ালেট: মাইনিং থেকে অর্জিত ক্রিপ্টোকারেন্সি সংরক্ষণের জন্য একটি ডিজিটাল ওয়ালেট প্রয়োজন। এটি একটি সফটওয়্যার বা হার্ডওয়্যার ডিভাইস হতে পারে যা আপনার ক্রিপ্টোকারেন্সির নিরাপদ সংরক্ষণ নিশ্চিত করে।

ইন্টারনেট সংযোগ: মাইনিং প্রক্রিয়া ইন্টারনেটের মাধ্যমে ব্লকচেইন নেটওয়ার্কের সাথে সংযুক্ত থাকে। একটি স্থিতিশীল এবং দ্রুত ইন্টারনেট সংযোগ প্রয়োজন।

Power Supply: মাইনিং একটি শক্তিশালী কম্পিউটার ও অন্যান্য হার্ডওয়্যারের জন্য প্রচুর শক্তি ব্যবহার করে। সুতরাং, একটি শক্তিশালী এবং নির্ভরযোগ্য পাওয়ার সাপ্লাই প্রয়োজন।

 

মাইনিং প্রক্রিয়া:

লেনদেন যাচাই: মাইনিং সিস্টেম নতুন লেনদেনের ব্লক তৈরি করে এবং ব্লকচেইনে যোগ করার জন্য এটি যাচাই করে। এই প্রক্রিয়ায় লেনদেনের বৈধতা নিশ্চিত করা হয়।

গণনা সমস্যা সমাধান: মাইনিংয়ের একটি গুরুত্বপূর্ণ অংশ হলো গণনা সমস্যা সমাধান করা। মাইনারদের একটি জটিল অ্যালগরিদম সমাধান করতে হয় যা ব্লকের বৈধতা নিশ্চিত করে।

পুরস্কার: যখন মাইনাররা সফলভাবে একটি ব্লক তৈরি করে এবং ব্লকচেইনে যোগ করে, তখন তারা ক্রিপ্টোকারেন্সির একটি নির্দিষ্ট পরিমাণ পুরস্কার হিসেবে পায়।

 

 

এবার আবার চলে আসি সেই হ্যামস্টার কম্বাট অ্যাপ নিয়ে, আমাদের মনে প্রশ্ন জাগতে পারে এটাই কি প্রথম এমন কোনো অ্যাপ যা ক্লিকের মাধ্যমে টাকা আয়ের লোভ দেখিয়েছে? উত্তর হলো না। এর আগেও বিভিন্ন অ্যাপ এরকম প্রলোভন দেখিয়ে অনেকের থেকে মূল্যবান টাকা ও সময় হাতিয়ে নিয়েছে অনেক অ্যাপ ও অনেক এম এল এম কোম্পানি। বাংলাদেশের জন্য উল্লেখ্য RingID। কারণ এর কথা মোটামুটি সবাই জানে, এবার আমার নিজের একটা অভিজ্ঞতা শেয়ার করি, আজ থেকে প্রায় ৮ বছর আগে এরকম একটা অ্যাপ ভাইরাল হয়েছিলো যার নাম ছিল Easter Egg.  তখন মানুষের মাঝে সচেতনতা এখনের চেয়ে অনেক কম ছিল ওই অ্যাপ এর সিস্টেম ছিল Hamsater Kombar এর মতই আপনি শুধু ক্লিক করতে থাকবেন আর একটা ডিমে আস্তে আস্তে ফাটল ধরতে থাকবে, যখন একদম ফেটে যাবে তখন আপনি একটা ডলার ভাউচার পাবেন যা ন্যূনতম ৫০-১ মিলিয়ন ডলার পর্যন্ত হতে পারে এবং সেই ডলার আপনি ক্যাশ আউট করে নিতে পারবেন, আমি নিজেও ওই অ্যাপ খুলেছিলাম দেখার  জন্য, তবে আমার উদ্দেশ্য ছিল ভিন্ন যেটা আমার বরাবর হয়ে থাকে। আমি চেয়েছিলাম অ্যাপ টা কীভাবে অটো ক্লিক করা যায় যাতে আমার বার বার ক্লিক না করা লাগে, তো আমার মোবাইল রুট করে সেরকম করে নেই। কিন্তু মজার বিষয় হলো প্রতি ১০০ ক্লিকের পর একটা করে ভিডিও এড চলে আসতো। যাই হোক আমি দুই দিনে ডিম ভাঙতে সক্ষম হই ও ৫০ ডলারের একটা ভাউচার পেয়ে সেটা ক্যাশ আউট করি, আজও আমার মোবাইলে তাকাই কবে আমার সে ডলার আসবে।

 

 

 

আপনাদের সুবিধার্থে নিচে ভিডিও এড করে দিলাম।

 

এখন অনেকেই বলবে, Hamster Combar তো অ্যাপ না এটা এটা টেলিগ্রাম বট, এটায় ডলার জমায় না ক্রিপ্টোকারেন্সি জমায়, আমি তো কোনো টাকা ইনভেস্ট করিনি তাহলে আমার তো লস নেই। আপনি যে সময় দিয়েছেন এটা লস, আপনি আরেকজন কে রেফার করে তাদের ও একই কাজ করেছেন। এত ইউজার হওয়ার কারণে তাদের কি লাভ হয়েছে জানেন? তাদের একটা মিথ্যা সত্য হতে চলেছে। যখন সর্বপ্রথম বিটকয়েন আসে তখন এটাও ছিল একটা ভাওতাবাজির মত কিন্তু এটার দাম এখন কত। আপনি জানলে অবাক হবেন ২০১২ তে ১ বিট কয়েনের দাম ছিল ৫ ডলার। আমাকে অনেকে অফার করেছে কিনার জন্য, তখন কি কেউ বুঝেছে এই বিট কয়েন আজ এত দামি হবে? একটা নতুন মুদ্রার জগৎ চলে এলো, এবার কি তাহলে Hamster Kombat ও একই কাজ করবে? উত্তর হলো চাইলেও তারা পারবেনা যদি hamster combat এর Scam ছোট আকারের হয়ে থাকে, তাহলে এটা এই বছর বন্ধ হয়ে যাবে। আর যদি তাদের বড় ধরনের স্কাম করার ইচ্ছে থাকে তবে তারা এই কয়েনের একটা ন্যূনতম ভেলু দিবে ও এই কয়েন কিনা বেচার সুযোগ করে দিবে। তখন অনেকেই এই কয়েন কিনবে কিন্তু ভুলে যাবেন না সব ক্রপ্টো  কয়েনের মাদার হচ্ছে বিটকয়েন। তাই বিট কয়েন তার জায়গায় ই  থাকবে কিন্তু এর পর অনেক কয়েন আসছে ও তারা ইনকাম করে চলেও গিয়েছে, বোকা বনে গিয়েছে এই কয়েন যারা কিনা বেচা করেছে। কারণ সেসব কয়েনের এখন কোনো মূল্য নেই। এমন কিছু কয়েন : OneCoin, PlusToken, Centra Tech, MiningMax, Gaw Miners, Arbitraging

এখন ২৬ সেপ্টেম্বর যাই হোক না কেন Hamster Combat নিয়ে এটা হয়ত শেষ হয়ে যাবে নয়তো তারা স্কাম Phase 2 তে চলে যাবে, তাই বলাই যায় ইনকাম এর কোনো শর্টকাট নেই, ধোঁকাবাজ ছাড়া।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow