যশোর ও মনিরামপুরে পৃথক অভিযান চালিয়ে ১২০ বোতল ফেনসিডিল, ২ কেজি গাঁজাসহ আট জনকে আটক করেছে যশোর জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
সোমবার (১৮ জুলাই) যশোরের ডিবির একটি দল কোতোয়ালি মডেল থানা এলাকায় বিকেল ৫টা ৫ মিনিটের দিকে অভিযান চালায়। অভিযানে কোতোয়ালি মডেল থানাধীন মণিহার এলাকা থেকে গিয়াস উদ্দিনকে (৪৮) গ্রেপ্তার করা হয়। তিনি জেলার শার্শা থানার বারিপোতা এলাকার বাসিন্দা।
এই সময় আরও দুজনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন আমিনুর ইসলাম (৩২) ও ফয়সাল মাহমুদ (২৪)। তারা উভয়ই জেলার সাতগাতী এলাকার বাসিন্দা।
গ্রেপ্তারের সময় আসামিদের কাছ থেকে একটি প্রাইভেট কারসহ ১০০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।
একই দিনে যশোর ডিবির আরেকটি দল কোতোয়ালি মডেল থানা এলাকায় বিকেল ৫টা ২৫ মিনিটের দিকে অভিযান চালায়। অভিযানে কোতোয়ালি মডেল থানার তেঁতুলতলা এলাকা থেকে ময়না (৪০) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। তিনি জেলার কোতোয়ালি থানার তেঁতুলতলা গ্রামের বাসিন্দা।
এই সময় ফাতেমা (২৪) নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়। তিনি জেলার কোতোয়ালি থানার শংকরপুর গ্রামের বাসিন্দা।
গ্রেপ্তার সময় তার কাছ থেকে ২০ বোতল ফেনসিডিল ও ১ কেজি গাঁজা জব্দ করা হয়।
এইদিনই যশোর ডিবির আরও একটি দল মনিরামপুর থানা এলাকায় বিকেল ৫টা ৪৫ মিনিটের দিকে অভিযান চালায়। অভিযানে মনিরামপুর থানাধীন সাতগাতী এলাকা থেকে হাসিবুল ইসলাম (২০), গোলাম রব্বানী (১৯), হাসানুল বান্নাকে (২৫) গ্রেপ্তার করা হয়। তাঁরা সবাই জেলার মনিরামপুর থানার সাতগাতী এলাকার বাসিন্দা।
গ্রেপ্তারের সময় আসামিদের কাছ থেকে ১ কেজি গাঁজা জব্দ করা হয়।
সোমবার (১৮ জুলাই) আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় তিনটা নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
জনবার্তা/জাআ