শিক্ষার্থীরা বিনামূল্যে শিখবে। কোন কোর্স ফি, আবেদন ফি তো লাগবেই না- বরং মিলবে মাসিক ৫০০০ টাকা শিক্ষা ভাতা৷- শুনতে অবিশ্বাস্য মনে হলেও এমনই এক উদ্যাগ হাতে নিয়েছে “আইডিয়া স্পোকেন।” সরকারি মাইকেল মধুসূদন কলেজের সহকারি অধ্যাপক মোঃ হামিদুল হকের নেতৃত্বে আইডিয়া যুব উন্নয়ন কেন্দ্রের পৃষ্ঠপোশকতায় এবং সানাবিল ফাউন্ডেশনের অর্থায়নে পরিচালিত ব্যতিক্রমী এই প্রকল্পে আজ ছিলো প্রাথমিক বাছায়।
জানা যায়, “আইডিয়া ক্লাসরুমে” চার শিফটে মোট ৪৮৮ জন শিক্ষার্থী এই বাছাই প্রক্রিয়ায় অংশ নেয়। এখান থেকে উত্তীর্ণ ২০ জন শিক্ষার্থী আগামী চার মাস সম্পূর্ণ বিনামূল্যে “আইডিয়া প্রফেশনাল লেভেল ইংলিশ স্পিকিং কোর্স” এর পাশাপাশি কমিউনিকেশন এবং প্রেজেন্টেশন স্কিল, মার্কেটিং, পাব্লিক স্পিকিং সহ ক্যারিয়ার উন্নয়ন মূলক নানান বিষয়ক প্রশিক্ষণ গ্রহণ করবে।
কোর্সটি সম্পর্কে আইডিয়া স্পোকেন এর প্রতিষ্ঠাতা ও শিক্ষক জনাব হামিদুল হক বলেন- “একাডেমিক শিক্ষা শেষ করার পরও শিক্ষার্থীদের বেকারত্বের মূল কারণ- বেসিক স্কিল ডেভেলপমেন্ট এর ঘাটতি এবং পরিবারে আর্থিক সমস্যা। পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে মূল্যবোধ ও মানবিকতার চর্চার ঘাটতি শিক্ষার্থীদের প্রকৃত সাফল্য থেকে দূরে রাখছে। এজন্যই আমরা “আইডিয়া প্রফেশনাল লেভেল ইংলিশ স্পিকিং কোর্স”-এ ইংরেজি শেখানোর পাশাপাশি মূল্যবোধ ও স্বেচ্ছাসেবার শিক্ষা, শিক্ষার্থীদের ক্যারিয়ার উন্নয়ন মূলক সকল কার্যক্রম শেখানোর প্রত্যয় রেখেছি। সাথেই, শিক্ষার্থীরা যেন আর্থিক অনটনে টিউশনি করতে সময় ব্যয় না করে নিজেদের দক্ষ জনশক্তি তে রূপান্তর করে- তাই থাকছে মাসিক ৫০০০ টাকা করে শিক্ষাভাতা। এখানে আমার বেতন আমার শিক্ষার্থীদের আলোকিত করা, আমার সাথে আর্থিক লেনদেন কখনোই স্পোকেন এর নেই। আমাদের পরিকল্পনা অনেক বড়, এমন ১০০ জন শিক্ষার্থী-কে পরিপূর্ণ স্কিলড এবং ইংরেজি তে দক্ষ করে তুলতে পারলে তারাই পরবর্তীতে মাস্টার ট্রেইনার হয়ে দেশের নানান জায়গায় এই শিক্ষা ছড়াতে পারবে।”
আইডিয়া স্পোকেন এর কো-কোর্ডিনেটর নাবিলা সুলতানা দিশা জানান, “মাত্র ২ দিন আবেদন করার সুযোগ দিয়ে পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া হয়েছিলো “আইডিয়া প্রফেশনাল লেভেল ইংলিশ স্পিকিং কোর্স’-এ ভর্তি পরীক্ষার। মাত্র ৪৮ ঘন্টায় ৪৮৮ জন শিক্ষার্থীর ফর্ম ফিলাপ করে পরীক্ষায় অংশ নেওয়া প্রমাণ করে- আর্থিক পিছুটান না থাকলে আমাদের শিক্ষার্থীরা শিখতে চায়। আবেদন থেকে ভর্তি অব্দি শিক্ষার্থীদের বিনামূল্যে এই কোর্স, পাশাপাশি তাদের জন্যই শিক্ষাভাতার ব্যবস্থার এই সুযোগ সবকিছুই বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় একটি রোল মডেল হতে যাচ্ছে।”
আইডিয়া যুব উন্নয়ন কেন্দ্রের সভাপতি তানজিয়া জাহান মমতাজ বলেন, “আইডিয়া স্পোকেন এর ১১টি ব্যাচ সফলতার সাথে শেষ হয়েছে এবং সব ব্যাচেই প্রশিক্ষক হামিদুল স্যারের বেতন শূন্য। এবার প্রথম আইডিয়া যুব উন্নয়ন কেন্দ্রের আওতায় এই কোর্সেও স্যারের কোনো বেতন নেই, কিন্তু ২০ জন শিক্ষার্থী বিনামূল্যে ভর্তি হবে এবং পাবে মাসিক শিক্ষাভাতা। এটা সত্যিই অনন্যসাধারণ কিছু হতে চলেছে আমাদের কাছে।”