ইনজুরিতে ছিটকে যাওয়া অধিনায়ক নুরুল হাসান সোহানের পরিবর্তে জিম্বাবুয়ের বিপক্ষে শেষ টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন মোসাদ্দেক হোসেন সৈকত।
এদিকে সোহানের পরিবর্তে দলে নেয়া হয়েছে মাহমুদউল্লাহ রিয়াদকে। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিসিবি।
নুরুল হাসান সোহানের আঙ্গুলে ইনজুরি। যে কারণে তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে পড়েছেন তিনি। সোহানের ছিটকে পড়ার পর সবার মনে প্রথম যে প্রশ্নটি উদয় হলো, সেটা হচ্ছে- জিম্বাবুয়ের বিপক্ষে শেষ টি-টোয়েন্টি ম্যাচে অধিনায়ক হচ্ছেন কে?
মাহমুদউল্লাহ রিয়াদকে এখনো আনুষ্ঠানিক ভাবে অধিনায়কত্বের দায়িত্ব থেকে অব্যহতি দেয়া হয় নি। তবে তাকে দলে ফেরানো হলেও অধিনায়কত্ব না দেওয়ায় এক প্রকার নিশ্চিতই হয়ে গেল টি-টোয়েন্টির নতুন অধিনায়ক পেতে চলেছে টিম বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজ সফরেই শেষ হয়ে গেছে রিয়াদ অধ্যায় তা বলা যেতেই পারে।
জনবার্তা/শাশি