শরীয়তপুরের নড়িয়ায় মোবাইলফোনে ফ্রি ফায়ার খেলাকে কেন্দ্র করে বাকবিতণ্ডার জেরে সিজান আকন (১৭) নামে এক স্কুলছাত্রকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।
নিহত সিজান ওই এলাকার বিল্লাল আকনের ছেলে। সে নড়িয়া বিহারী লাল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।
মঙ্গলবার (২ আগস্ট) দিবাগত রাত ৯টায় নড়িয়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের পশ্চিম লোংসিং মাদবর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় আহত হয় আরও দুই জন। তারা হলেন- মুন্না ছৈয়াল ও আসিফ ব্যাপারী। আহতরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
জনবার্তা/শাশি/সাদে