পাউডার, পানি ও কেমিক্যাল দিয়ে তৈরি হয় গাভীর দুধ! নকল এই দুধের সাথে সমপরিমাণ আসল দুধের মিশ্রণে ড্রাম ভর্তি দুধ চলে যায় মফস্বল থেকে রাজধানীতে। তৈরি হয় মিষ্টি, ছানা থেকে শুরু করে বিভিন্ন শিশু খাদ্য।
দিনের পর দিন এমন অস্বাস্থ্যকর দুধ খেয়ে স্বাস্থ্য ঝুকিতে পড়ছেন সাধারণ মানুষ। সম্প্রতি মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার হরগজ ইউনিয়নের বাজারে এমন এক অসাধু ব্যবসায়ীর খোঁজ পায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
এসময় কেমিক্যাল মিশ্রিত দেড়শ লিটার দুধ জব্দ এবং বিনষ্ট করা হয়। সেইসাথে প্রস্তুতকারক ব্যবসায়ী আতাউর রহমানকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড দেয় ভ্রাম্যমান আদালত।
দন্ডপ্রাপ্ত অসাধু ব্যবসায়ী উপজেলার হরগজ ইউনিয়নের বালুচড় এলাকার মৃত নোমাজ আলী পুত্র।
জনবার্তা/শাশি