বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক শহীদ শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী উপলক্ষে চৌগাছা উপজেলা আওয়ামীলীগের আয়োজনে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
চৌগাছা উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সিরাজুল ইসলাম রাজ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আলোচনা করেন চৌগাছা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মেহেদী মাসুদ চৌধুরী।
উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন চৌগাছা উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আতিয়ার রহমান, আলতাফ হোসেন, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল মজিদ, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদক নাজনীন নাহার পপি, সাংগঠনিক সম্পাদক ও পাশাপোল ইউনিয়নের ইউপি চেয়ারম্যান অবাইদুল ইসলাম সবুজ, প্রচার সম্পাদক কামরুজ্জামান চুন্নু, শ্রম বিষয়ক সম্পাদক ও স্বরুপদাহ ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক সানোয়ার হোসেন বকুল, দপ্তর সম্পাদক ও স্বরুপদাহ ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম-আহবায়ক মাহাবুবুল আলম রিংকু, ক্রীড়া সম্পাদক খালেদুর রহমান টিটো, উপজেলা আওয়ামীলীগের সদস্য আওরঙ্গজেব চুন্নু, ফুলসারা ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক জিয়াউর রহমান ঢালী, পাশাপোল ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক সফিয়ার রহমান, যুগ্ম-আহবায়ক আশরাফুল ইসলাম , সিংহঝুলী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শামসুর রহমান টিয়া, সাধারণ সম্পাদক আনিছুর দেওয়ান, পাতিবিলা ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক জালাল উদ্দীন, যুগ্ম-আহবায়ক রফিকুজ্জামান মুকুল,হাকিমপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মামুন কবীর, নারায়ণপুর আওয়ামীলীগের যুগ্ম-আহবায়ক মনিরুজ্জামান মিলন, উপজেলা সেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি অমেদুল ইসলাম, উপজেলা শ্রমিক লীগের আহবায়ক মোশারফ হোসেন, যুগ্ম-আহবায়ক শরিফুল ইসলাম সহ ইউপি সদস্য ও বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জনবার্তা /যপি/শাশি