আমরা দু’জন রেল সেতুতে ঘুরতে এসেছিলাম। বাসায় যেতে হবে, দেরি হয়ে যাচ্ছে বলে আমি তাকে বলি, কিন্তু সে আরও কিছুক্ষণ থাকতে চাচ্ছিল। পরে আমরা দু’জন রেল লাইন দিয়ে হেঁটে বাড়ি ফিরছিলাম। তখন ট্রেন আসতে দেখে আমি রেললাইন থেকে নিচে নেমে যাই। তাকে বার বার বলার পরেও সে রেললাইন থেকে নামেনি। পরে ট্রেন কাছাকাছি এলে সে হাসতে হাসতে লাইনের উপর দাঁড়িয়ে থাকায় ট্রেনটি তাকে ধাক্কা দিয়ে চলে যায় কান্না করতে করতে এমনটিই বলছিলেন প্রেমিকা সুমি আক্তার।
রোববার (৭ আগস্ট) বিকেল ৩টার দিকে দিনাজপুরের চিরিরবন্দর রেল সেতুর সামনে এ ঘটনা ঘটে। নিহত মোস্তাকিম (২২) উপজেলার সান্দেড়াই গ্রামের মহুবর রহমানের ছেলে।
স্থানীয়রা জানায়, চিরিরবন্দর রেল সেতুতে প্রতিনিয়িত বিভিন্ন ছেলে মেয়ে ঘুরতে আসে। নিহত প্রেমিক তার প্রেমিকাকে নিয়ে দুপুর বেলা এখানে ঘুরতে আসে। ঘোরাঘুরি শেষে রেল লাইনে ওপর দিয়ে হেঁটে বাড়ি ফেরার পথে ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেন চলে এলে মেয়েটি রেললাইন থেকে নেমে পড়ে। কিন্তু অভিমান করে লাইনের ওপর দাঁড়িয়ে থাকে ছেলেটি। পরে ট্রেনটি ধাক্কা দিলে ছিটকে পড়ে রেল লাইনের পাশে। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় চিরিরবন্দর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রসিদ ঘটনার সতত্যা নিশ্চিত করে বলেন, প্রেমিকা সুমি আক্তার আমাদের হেফাজতে আছে। নিহতের পরিবারকে খবর দেয়া হয়েছে। তারা এলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
জনবার্তা/ঢাপো/জআ