যশোরের ঝিকরগাছা বাসস্ট্যান্ডে ট্রাক চাপায় ঝিকরগাছা পৌর যুবদলের যুগ্ম আহবায়ক হাসান আলী (৪১) নিহত হয়েছেন। নিহত হাসান পৌরসভার পুরন্দরপুর গ্রামের মৃত সায়েদ আলীর ছেলে।
শনিবার (৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭ টার দিকে ঝিকরগাছা বাসস্ট্যান্ডের ইসলামি ব্যাংকের সামনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও হাইওয়ে পুলিশ জানিয়েছেন, হাসান আলী সবজি বিক্রির জন্য বাজারে যাচ্ছিলেন। সকালে যশোর থেকে বেনাপোলের দিকে যাওয়া ট্রাকের (ঢাকা মেট্রো-ট-১৬-৫৬৮৯) চাপা পড়ে নিহত হন। ঘাতক ট্রাকটি নাভারণ হাইওয়ে পুলিশ আটক করেছে। তবে চালক পালিয়ে গেছে।
হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন – মামলা হয়নি, তবে নিহতের পরিবারের সদস্যদের জানানো হয়েছে মামলা করার জন্য।
জনবার্তা/জআ