যশোরের চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আজ (১৫ সেপ্টেম্বর) চিকিৎসা সেবার মানোন্নয়নের লক্ষে এক সেমিনার অনুষ্ঠিত হয়। “CME on Emergency Management protocol ” শীর্ষক এ সায়েন্টিফিক সেমিনারটি অনুষ্ঠিত হয়েছে।
এ সেমিনারে জরুরি বিভাগের চিকিৎসা সেবার মানোন্নয়নের লক্ষে বিভিন্ন রোগ এবং তার আধুনিক চিকিৎসা ব্যবস্থা সম্পর্কে আলোচনা করা হয়।
সেমিনারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোছাঃ লুৎফুন্নাহার বলেন, এ ধরনের সেমিনার ও আলোচনা নিঃসন্দেহে সেবার মান উন্নয়ন করবে।
এসময় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি। সেমিনারে অত্র হাসপাতালের সকল মেডিকেল অফিসার অংশ নেন।
জনবার্তা/শাশি/যখ