‘‘দক্ষ পুলিশ সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এ স্লোগানকে সামনে রেখে আজ (বুধবার) বেলা ১১ টায় চৌগাছা থানা প্রাঙ্গণে সর্বস্তরের জনগণের উপস্থিতিতে ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলার পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার বিপিএম(বার), পিপিএম।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল, যশোর) মোহাম্মদ বেলাল হোসাইন, পিপিএম ও সভাপতিত্ব করেন চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাইফুল ইসলাম সবুজ।
এ সময় তিনি উক্ত এলাকায় সর্বসাধারণকে কোন প্রকার সমস্যার সম্মুখীন হতে হয় কিনা, আইন-শৃঙ্খলা বিষয়ে কারো কোন অভিযোগ আছে কিনা, কাউকে অযথা পুলিশ হয়রানির শিকার হতে হয় কিনা, মাদক, চাঁদাবাজ, দুষ্কৃতকারীদের উৎপাত আছে কিনা তা নিয়েও মুক্ত আলোচনা করেন।
অনুষ্ঠানে উপস্থিত চৌগাছা বাসী তাদের মতামত ব্যক্ত করেন এবং তাদের সমস্যার কথা তুলে ধরলে পুলিশ সুপার মনোযোগ সহকারে শোনেন ও দ্রুত পদক্ষেপ গ্রহণের ব্যাপারে আশ্বস্ত করেন।
এ সময় পুলিশ সুপার বলেন, থানা হবে প্রথম ভরসাস্থল এবং থানায় আগত সকলের সাথে অবশ্যই ভালো আচরণ করতে হবে, সেবা গ্রহীতাকে অবশ্যই আইনানুগভাবে কাঙ্খিত সেবাটি প্রদান করতে হবে।এর ব্যতিক্রম হবার কোন সুয়োগ নেই।
তিনি আরো বলেন, এই চৌগাছা হবে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত। এখানে থাকবে না কোন প্রকার হয়রানি, চৌগাছার মানুষ শান্তিতে, নিরাপদে একে অপরের সাথে পারস্পারিক সম্প্রীতির সহিত বসবাস করবে।জেলা পুলিশ যশোর চৌগাছা তথা জেলার সার্বিক আইন-শঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বদা তৎপর রয়েছে।
পুলিশ সুপার আরো বলেন, আমাদের পোষাকধারী পুলিশের পাশা-পাশি বিপুল পরিমান সাদা পোষাকের পুলিশও নিয়োজিত রয়েছে সুতরাং কোন প্রকার নৈরাজ্য বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে কঠোরভাবে মোকাবেলা করা হবে, এব্যাপারে কাউকেই বিন্দুমাত্র ছাড় দেয়া হবেনা।এখানে সরবে কিংবা নিরবে কোন অবস্থাতেই চাঁদাবাজি করা যাবেনা, একই সাথে মাদক কিংবা চাঁদাবাজির সাথে কোন পুলিশ সদস্য জড়িত থাকলে তার বিরুদ্ধে সর্বোচ্চ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে কঠোর হুঁশিয়ারি প্রদান করেন।
তিনি আরও যোগ করেন, যশোর জেলায় কোন সন্ত্রাস, মাদক, অস্ত্রের গডফার থাকবে না, এই সকল অপরাধীদের সাথে যশোর পুলিশের কোন সখ্যতা নেই। যশোর পুলিশ জনগণের জানমালের রক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আইনের শাসন জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য এই ওপেন হাউস ডে এর প্রয়োজনীয়তা অপরিসীম আর তার লক্ষ্যেই আজকের এই অনুষ্ঠান। একই সাথে তিনি কমিউনিটি পুলিশিং, বিট পুলিশিং এর গ্রহণযোগ্যতা এবং প্রয়োজনীয়তা উপস্থিত সকলের সামনে তুলে ধরেন।
তিনি আসন্ন শারদীয় দূর্গা উৎসব উদযাপনকে কেন্দ্র করে আরো বেশি সতর্ক থাকতে বলেন, এবং যদি কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে তবে জেলা পুলিশ তাকে কঠোরভাবে প্রতিহত করবে বলে হুঁশিয়ারি দেন।
সবশেষে তিনি জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ ও জনতা হাতে-হাত রেখে একত্রে কাজ করে যাওয়ার আহ্ববান করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা আওয়ামী-লীগ সভাপতি, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার, পৌরসভা মেয়র, উপজেলা চেয়ারম্যান, কমিউনিটি পুলিশিং ফোরামের নেতৃবন্দ, উপজেলা, ইউনিয়ন ও পৌরসভার নির্বাচিত জন প্রতিনিধিগন।
জনবার্তা/শাশি