যশোরের চৌগাছা উপজেলায় মাঠে যাওয়ার সময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে জতিন্দ্রনাথ বিশ্বাস (৫৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।
আজ (বুধবার) সকালে বাড়ি থেকে মাঠে যাওয়ার পথে এ ঘটনা ঘটে। জতিন্দ্রনাথ বিশ্বাস উত্তর কয়ারপাড়া গ্রামের খগেন্দ্রনাথ বিশ্বাসের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে তিনি বাড়ি থেকে বের হয়ে ধান ক্ষেতে কাজ করার উদ্দেশ্যে মাঠে যাচ্ছিলেন। এই সময় একই গ্রামের প্রশান্ত কুণ্ডুর মুরগীর ফার্মে শিয়াল মারার জন্য পেতে রাখা বিদ্যুতের ফাঁদে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আহত হয় তিনি। পরে উদ্ধার করে চৌগাছা উপজেলা সরকারি মডেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম সবুজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
জনবার্তা/শাশি