জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের ৫৯ তম জন্মদিন ও ‘শেখ রাসেল দিবস’ উপলক্ষে নানা কর্মসূচির মধ্যে দিয়ে (১৮ অক্টোবর) মঙ্গলবার ঐক্য-বন্ধন সংগঠনটি শিশুদের নিয়ে কুইজ, চিত্রাঙ্কন, খেলাধূলাসহ বিভিন্ন সচেতনমূলক অনুষ্ঠানের আয়োজন করেছে।
যশোর সদর উপজেলা, মনিরামপুর উপজেলা ও ঝিকরগাছা উপজেলার কয়েকটি স্কুলের ছাত্র-ছাত্রীদের নিয়ে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ২০ জনকে বিভিন্ন আকর্ষণীয় পুরষ্কার দেওয়া হয়।
উক্ত অনুষ্ঠাটি সভাপতিত্ব করেন ইনজামুল হক রিমু, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সদর উপজেলার কাজিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মো. মনোয়ার হোসেন, কাজিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মুনির হোসেন। ইনজামুল হক রুমি বলেন, “আমরা ছাত্র-ছাত্রীদের মাঝে প্রতিযোগিতামূলক পড়াশোনা ও মানসিক দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এই আয়োজন করেছি”।
মো. মনোয়ার হোসেন তার বক্তব্যে বলেন, “আমাদের শিশুরা যদি শেখ রাসেলকে আদর্শ হিসেবে বিবেচনা করে তাঁর মতো বেড়ে ওঠে, তাহলে আমরা আদর্শ শিশু পাব। যাদের হাত ধরে বিনির্মিত হবে আগামী দিনের চেতনার নাগরিক”।
মো. মুনির হোসেন বলেন, “শিশুদের শেখ রাসেলের ছোট্ট জীবনটা জানাতে হবে। যাতে শিশুরা অনাবিল সুন্দরের সৌন্দর্যে বেড়ে ওঠে, হাসতে পারে, খেলতে পারে, দুষ্টুমি করতে পারে, বন্ধুত্ব করতে পারে, গরিব মানুষকে ভালোবাসতে পারে। এভাবে যি প্রতিটি শিশু বেড়ে ওঠে তাহলে এই শিশুরা বড় হয়ে আলোকিত মানুষ হতে পারে”।
অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতায় ছিলেন রুমানা নওরিন ময়না, আওয়াল হোসেন আজিম, রিফাত হাসান, রুহুর আমিন, ফাহিম হেসেন, মুহিন হাসান প্রমুখ। অনুষ্ঠান শেষে দোয়া মাহফিল, চকলেট বিতরণ ও কেক কাটার মধ্যে দিয়ে উক্ত অনুষ্ঠানের কার্যক্রম শেষ হয়।
জনবার্তা/জআ