আইসিসি র্যাঙ্কিংয়ে বাংলাদেশ আবারও ধাক্কা খেল
আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবনতি ঘটেছে। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জেতার পর নবম স্থানে উঠলেও, ওয়েস্ট ইন্ডিজ পাকিস্তানের বিপক্ষে একটি ওয়ানডে জিতে বাংলাদেশকে টপকে নবম স্থানে উঠে এসেছে।
 
                                বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের জন্য আবারও একটি হতাশার খবর এসেছে। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ হারের পর আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে নবম স্থানে এসেছিল বাংলাদেশ। কিন্তু সেই অবস্থান বেশিদিন ধরে রাখতে পারল না টাইগাররা। সোমবার প্রকাশিত নতুন র্যাঙ্কিং অনুযায়ী, বাংলাদেশ নেমে গেছে দশম স্থানে।
শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের পর বাংলাদেশ আর কোনো ওয়ানডে ম্যাচ খেলেনি। এই সুযোগটি কাজে লাগিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে দুর্দান্ত এক জয় তুলে নিয়ে তাদের রেটিং পয়েন্ট দাঁড়ায় ৭৮, যা বাংলাদেশের ৭৭ পয়েন্টের চেয়ে বেশি। ফলে ওয়েস্ট ইন্ডিজ নবম স্থানে উঠে আসে এবং বাংলাদেশ নেমে যায় দশে। এই সিরিজের শেষ ম্যাচে ক্যারিবীয়রা হারলেও তাদের অবস্থান পরিবর্তন হবে না।
এই পরাজয়ের ফলে পাকিস্তানও ধাক্কা খেয়েছে। তারা পাঁচ নম্বর থেকে নেমে গেছে ছয়ে। অন্যদিকে, এক পয়েন্টের ব্যবধানে শ্রীলঙ্কা উঠে গেছে চারে। র্যাঙ্কিংয়ের শীর্ষ তিন অবস্থানে কোনো পরিবর্তন আসেনি। ১২৪ পয়েন্ট নিয়ে ভারত শীর্ষে, ভগ্নাংশের ব্যবধানে ১০৯ পয়েন্ট নিয়ে দুইয়ে নিউজিল্যান্ড এবং তিনে আছে অস্ট্রেলিয়া। দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তান ও ইংল্যান্ড যথাক্রমে ছয়, সাত ও আট নম্বরে রয়েছে।
২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জনের জন্য সেরা আটে থাকা জরুরি। তাই র্যাঙ্কিংয়ে বাংলাদেশের এই অবনতি একটি সতর্কবার্তা। আসন্ন সিরিজগুলোতে ধারাবাহিক ভালো পারফরম্যান্সের মাধ্যমেই কেবল এই অবস্থান ধরে রাখা সম্ভব।
What's Your Reaction?
 Like
        0
        Like
        0
     Dislike
        0
        Dislike
        0
     Love
        0
        Love
        0
     Funny
        0
        Funny
        0
     Angry
        0
        Angry
        0
     Sad
        0
        Sad
        0
     Wow
        0
        Wow
        0
     
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

 
                                                                                                                                                     
                                                                                                                                                     
                                                                                                                                                     
                                                                                                                                                     
                             
                             
                             
                             
                             
                             
                             
                             
                             
                            