ইউটিউবে মুক্তি পাবে আমিরের ‘সিতারে জামিন পার’
আমির খানের সিনেমা 'সিতারে জমিন পর' আগামী ১ আগস্ট মাত্র ১০০ টাকায় ইউটিউবে মুক্তি পাচ্ছে। বিশ্বজুড়ে দর্শকদের কাছে সাশ্রয়ী মূল্যে সিনেমা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই সিদ্ধান্ত।
 
                                    বলিউড সুপারস্টার আমির খানের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘সিতারে জমিন পর’ অবশেষে জনপ্রিয় ভিডিও প্ল্যাটফর্ম ইউটিউবে মুক্তি পেতে চলেছে। আগামী ১ আগস্ট থেকে দর্শকরা মাত্র ১০০ টাকার বিনিময়ে সিনেমাটি দেখতে পারবেন।
ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, সিনেমাটির দারুণ সাফল্যের পর অ্যামাজন প্রাইম ভিডিওর ১২০ কোটি টাকার অফারও ফিরিয়ে দিয়েছিলেন আমির খান। তার প্রধান উদ্দেশ্য ছিল, সিনেমাটি যেন সাশ্রয়ী মূল্যে বিশ্বের সব মানুষের কাছে পৌঁছাতে পারে। এই লক্ষ্যেই এবার ওটিটি প্ল্যাটফর্মের পরিবর্তে ইউটিউব সিনেমা অন ডিমান্ডে সিনেমাটি মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আমির খান ও জেনেলিয়া ডি’সুজা অভিনীত ‘সিতারে জমিন পর’ দর্শকদের কাছ থেকে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। এটি নিশ্চিত করা হয়েছে যে, এই সিনেমাটি শুধুমাত্র ইউটিউবেই দেখা যাবে এবং অন্য কোনো ডিজিটাল প্ল্যাটফর্মে এটি মুক্তি পাবে না।
দর্শকরা ১০০ টাকায় ভারতে ‘সিতারে জমিন পর’ দেখতে পাবেন। এছাড়াও, মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, জার্মানি, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর এবং স্পেনসহ মোট ৩৮টি দেশে স্থানীয় মূল্যে সিনেমাটি দেখার সুযোগ থাকবে। ভবিষ্যতে আমির খান প্রোডাকশনের আরও সিনেমা এই প্ল্যাটফর্মে আসবে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে।
ইউটিউবে সিনেমাটি আনার বিষয়ে অভিনেতা ও প্রযোজক আমির খান বলেন, "গত ১৫ বছর ধরে আমি চেষ্টা করছি যারা প্রেক্ষাগৃহে যেতে পারেন না তাদের কাছেও যেন সিনেমা পৌঁছে যায়। অবশেষে সেই সময় এসেছে যখন সবকিছু একসঙ্গে ঠিকঠাক চলছে। ইউটিউব প্রায় প্রতিটি ডিভাইসে রয়েছে। এখন আমরা ভারতের বিশাল অংশে এবং বিশ্বের অনেক লোকের কাছে সিনেমা নিয়ে যেতে পারি।"
তিনি আরও বলেন, "আমার স্বপ্ন সিনেমা সবার কাছে পৌঁছাবে, তাও সাশ্রয়ী মূল্যে। আমি চাই মানুষ যেন যখনই ইচ্ছে এবং যেখানে খুশি সিনেমা দেখতে পারে। যদি এই পদ্ধতিটি সফল হয়, তবে সৃজনশীল লোকেরা সীমানা বা অন্যান্য বাধা সম্পর্কে চিন্তা না করে বিভিন্ন গল্প বলতে সক্ষম হবে।"
What's Your Reaction?
 Like
        0
        Like
        0
     Dislike
        0
        Dislike
        0
     Love
        0
        Love
        0
     Funny
        0
        Funny
        0
     Angry
        0
        Angry
        0
     Sad
        0
        Sad
        0
     Wow
        0
        Wow
        0
     
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

 
                                                                                                                                                     
                                                                                                                                                     
                             
                             
                             
                             
                             
                             
                             
                             
                             
                            