এশিয়া কাপে টিকে থাকার লড়াই, আফগানদের বিপক্ষে একাদশে পরিবর্তনের আভাস
এশিয়া কাপে টিকে থাকার লক্ষ্যে বাংলাদেশ আজ আফগানিস্তানের বিপক্ষে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামছে। এই ম্যাচের আগে দলের সম্ভাব্য একাদশ নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা।
 
                                    আজ আবুধাবিতে এশিয়া কাপের মঞ্চে আফগানিস্তানের বিপক্ষে এক বাঁচা-মরার লড়াইয়ে নামছে বাংলাদেশ। টুর্নামেন্টে নিজেদের আশা বাঁচিয়ে রাখতে হলে এই ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই। তবে শুধু জয়ই যথেষ্ট নাও হতে পারে, কারণ হংকংয়ের বিপক্ষে বড় ব্যবধানে জিততে না পারা এবং শ্রীলঙ্কার কাছে হারের পর সুপার ফোরে ওঠার সমীকরণ বেশ জটিল হয়ে পড়েছে। এমন গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বাংলাদেশ দলের একাদশে বেশ কিছু পরিবর্তনের সম্ভাবনা দেখা দিয়েছে।
দলের উদ্বোধনী জুটি নিয়ে দুঃশ্চিন্তা থাকলেও আফগানিস্তানের বিপক্ষে পারভেজ হোসেন ও তানজিদ হাসানের ওপরই টিম ম্যানেজমেন্ট আস্থা রাখতে পারে। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের উদ্বোধনী জুটি বড় সংগ্রহ গড়তে ব্যর্থ হলেও এই ম্যাচে তাদের ছন্দ খুঁজে পাওয়ার দিকেই তাকিয়ে থাকবে দল। তিন নম্বরে অধিনায়ক লিটন দাসের জায়গা নিশ্চিত।
মূল আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে চার নম্বর ব্যাটিং পজিশন। অফ-ফর্মে থাকা তাওহিদ হৃদয়কে নিয়ে বড় সিদ্ধান্ত নিতে হতে পারে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে শেষ ১৪ ইনিংসে কোনো অর্ধশতক না পাওয়া হৃদয় নিজেই তার সেরা ছন্দে নেই বলে স্বীকার করেছেন। তার বিকল্প হিসেবে সাইফ হাসানকে ভাবা হচ্ছে, যিনি নেদারল্যান্ডস সিরিজে সুযোগ পেয়ে একটি কার্যকর ইনিংস খেলেছিলেন। তবে হৃদয়ের সামর্থ্যের ওপর ভরসা রেখে এমন কঠিন ম্যাচে তাকেই আরও একটি সুযোগ দেওয়া হবে, নাকি সাইফকে বেছে নেওয়া হবে, সেটিই এখন দেখার বিষয়। মিডল অর্ডারে গত ম্যাচে ৮৬ রানের জুটি গড়া শামীম হোসেন ও জাকের আলীর জায়গা বেশ পাকা। স্পিন বোলিং অলরাউন্ডার হিসেবে থাকছেন মেহেদী হাসান।
বোলিং আক্রমণেও আসতে পারে পরিবর্তন। লেগ স্পিনার রিশাদ হোসেন ছন্দে নেই, শেষ ছয় ম্যাচের চারটিতেই তিনি উইকেটশূন্য থেকেছেন। তার জায়গায় দলে ফিরতে পারেন দারুণ ফর্মে থাকা বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ, যিনি শেষ দুই ম্যাচেই পাঁচ উইকেট শিকার করেছেন এবং প্রয়োজনে ব্যাট হাতেও অবদান রাখতে পারেন। পেস বিভাগে বিশ্রামে থাকা তাসকিন আহমেদের ফেরার সম্ভাবনা জোরালো। তিনি একাদশে ফিরলে বাঁহাতি পেসার শরীফুল ইসলামকে বাইরে বসতে হতে পারে। মোস্তাফিজুর রহমান এবং তানজিম হাসানের দলে থাকা অনেকটাই নিশ্চিত।
সব হিসাব-নিকাশ শেষে বাংলাদেশ সময় আজ রাত ৮:৩০ মিনিটে আফগানদের শক্তিশালী বোলিং আক্রমণের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এই ম্যাচে সঠিক একাদশ নির্বাচনই বাংলাদেশের টুর্নামেন্টের ভাগ্য নির্ধারণে বড় ভূমিকা রাখবে।
What's Your Reaction?
 Like
        0
        Like
        0
     Dislike
        0
        Dislike
        0
     Love
        0
        Love
        0
     Funny
        0
        Funny
        0
     Angry
        0
        Angry
        0
     Sad
        0
        Sad
        0
     Wow
        0
        Wow
        0
     
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

 
                                                                                                                                                     
                                                                                                                                                     
                                                                                                                                                     
                                                                                                                                                     
                             
                             
                             
                             
                             
                             
                             
                             
                             
                            