ডাবল বাগেল দিয়ে উইম্বলডন চ্যাম্পিয়ন শিয়নতেক
ইগা শিয়নতেক উইম্বলডন ফাইনালে আমান্ডা আনিসিমোভাকে ৬-০, ৬-০ গেমে হারিয়ে নিজের প্রথম উইম্বলডন শিরোপা জয় করেছেন, যা ১৯১১ সালের পর নারী এককে প্রথম 'ডাবল বাগেল' জয়।
 
                                    উইম্বলডনের সবুজ ঘাসের কোর্টে যেন এক রূপকথার জন্ম দিলেন পোল্যান্ডের টেনিস তারকা ইগা শিয়নতেক। মাত্র ৫৭ মিনিটের ব্যবধানে তিনি আমেরিকান প্রতিদ্বন্দ্বী আমান্ডা আনিসিমোভাকে ৬-০, ৬-০ গেমে উড়িয়ে দিয়ে ছিনিয়ে নিলেন নিজের প্রথম উইম্বলডন শিরোপা। এই জয় এতটাই একপেশে ছিল যে, ১৯১১ সালের পর এই প্রথম কোনো নারী খেলোয়াড় উইম্বলডন ফাইনালে ‘ডাবল বাগেল’ অর্থাৎ প্রতিপক্ষকে কোনো গেম না দিয়েই জয় লাভ করলেন।
২৪ বছর বয়সী শিয়নতেক এর আগে চারটি ফ্রেঞ্চ ওপেন ও একটি ইউএস ওপেন জিতলেও উইম্বলডনের শিরোপাটি তার হাতে অধরা ছিল। এবার দারুণ আত্মবিশ্বাস আর দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে সেই অপূর্ণতা পূরণ হলো।
শিরোপা জয়ের পর আবেগাপ্লুত শিয়নতেক বলেন, "এটা পুরোপুরি অবিশ্বাস্য লাগছে। সত্যি বলতে, উইম্বলডনে জয়ের স্বপ্নও দেখিনি, কারণ এটা অনেক দূরের ব্যাপার ছিল। আমি জানি আমি একজন অভিজ্ঞ খেলোয়াড়, কিন্তু এটা প্রত্যাশা করিনি।"
অল ইংল্যান্ড ক্লাবের ফাইনালে প্রথমবার খেলতে নেমেই শিয়নতেক শুরু থেকেই আগ্রাসী ছিলেন। প্রথম সেট জিততে তিনি সময় নিয়েছেন মাত্র ২৫ মিনিট। অন্যদিকে, আনিসিমোভা পুরো ম্যাচ জুড়েই ছিলেন নার্ভাস। প্রথম সেটে তিনি মাত্র ৯ পয়েন্ট জিততে সক্ষম হন।
দ্বিতীয় সেটেও একই চিত্র দেখা যায়। আনিসিমোভা মোট ২৮টি আনফোর্সড এরর এবং পাঁচটি ডাবল ফল্ট করে নিজের লড়াইটা যেন নিজেই শেষ করে দেন।
১৩তম বাছাই আমান্ডা আনিসিমোভা ম্যাচ শেষে চোখের পানি সামলে বলেন, "গত দুই সপ্তাহ আমার জন্য অসাধারণ ছিল। আমি চাইতাম আপনাদের সামনে আরও ভালো পারফরম্যান্স দিতে, কিন্তু আজ সেটা হলো না।"
বয়সের দিক থেকে মাত্র তিন মাসের ব্যবধানে শিয়নতেক ও আনিসিমোভা সমবয়সী হলেও, অভিজ্ঞতার বিচারে তাদের পার্থক্য ছিল স্পষ্ট। শিয়নতেক মেজর ফাইনালগুলোতে এখনো অপরাজিত—ছয়টি ফাইনালেই তিনি জয় পেয়েছেন।
এবারের জয়ে সেই তালিকায় যুক্ত হলো টেনিসের সবচেয়ে ঐতিহ্যবাহী গ্র্যান্ড স্লাম—উইম্বলডন। আর এই জয় এমন এক বিরল রেকর্ডের মাধ্যমে এসেছে, যা টেনিসের ইতিহাসে চিরকাল স্বর্ণাক্ষরে লেখা থাকবে।
What's Your Reaction?
 Like
        0
        Like
        0
     Dislike
        0
        Dislike
        0
     Love
        0
        Love
        0
     Funny
        0
        Funny
        0
     Angry
        0
        Angry
        0
     Sad
        0
        Sad
        0
     Wow
        0
        Wow
        0
     
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

 
                                                                                                                                                     
                                                                                                                                                     
                                                                                                                                                     
                                                                                                                                                     
                                                                                                                                                     
                                                                                                                                                     
                             
                             
                             
                             
                             
                             
                             
                             
                             
                            