প্রবাসীদের জন্য সুখবর, বাংলাদেশে চালু হলো নালা অ্যাপ

বাংলাদেশে চালু হয়েছে নালা অ্যাপ, যা বিশ্বের বিভিন্ন দেশে থাকা প্রবাসীদের জন্য রেমিট্যান্স পাঠানো আরও সহজ ও সাশ্রয়ী করবে। যুক্তরাষ্ট্রভিত্তিক এই আর্থিক সেবা প্রতিষ্ঠান বুধবার ঘোষণা করেছে যে, তাদের অ্যাপ উন্নত বিনিময় হার এবং কোনো ট্রান্সফার ফি ছাড়াই অর্থ পাঠানোর সুবিধা দেবে, যা প্রেরকদের জন্য লাভজনক হবে।

প্রবাসীদের জন্য সুখবর, বাংলাদেশে চালু হলো নালা অ্যাপ
নালা অ্যাপ

যুক্তরাষ্ট্রভিত্তিক আর্থিক সেবা প্রতিষ্ঠান নালা বাংলাদেশে তাদের কার্যক্রম শুরু করেছে। এই নতুন উদ্যোগের ফলে বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসীরা নালা অ্যাপের মাধ্যমে এখন আরও সহজে ও সাশ্রয়ী উপায়ে বাংলাদেশে অর্থ পাঠাতে পারবেন। গতকাল বুধবার নালা কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে।

নালা একটি অত্যাধুনিক মানি ট্রান্সফার অ্যাপ, যা প্রবাসীদের জন্য বিশেষভাবে ডিজাইন করা হয়েছে। এই অ্যাপের মাধ্যমে অর্থ পাঠালে প্রবাসীরা অন্যান্য মানি ট্রান্সফার অ্যাপের তুলনায় বেশি এক্সচেঞ্জ রেট পাবেন, ফলে তাদের পরিবারের কাছে পৌঁছানো অর্থের পরিমাণ বাড়বে। এর সবচেয়ে বড় সুবিধা হলো, নালা অ্যাপের মাধ্যমে অর্থ পাঠাতে কোনো ধরনের ট্রান্সফার ফি প্রয়োজন হয় না। এর সহজবোধ্য ইন্টারফেসের কারণে ব্যবহারকারীরা দ্রুত এবং ঝামেলাহীনভাবে তাদের প্রিয়জনদের কাছে টাকা পাঠাতে পারবেন।

নালার প্রতিটি লেনদেন সম্পূর্ণ বৈধ ও সুরক্ষিত। ব্যবহারকারীদের তথ্য এবং লেনদেন নিরাপদ রাখতে নালা সর্বদা নিজস্ব রেগুলেটরি লাইসেন্স মেনে চলে। আইওএস এবং অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা যেকোনো স্মার্টফোনে নালা অ্যাপ ডাউনলোড করে ব্যবহার করা যাবে।

নালার প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বেঞ্জামিন ফার্নান্দেজ এই উদ্যোগের বিষয়ে বলেন, "এই মাস থেকে বাংলাদেশে আমাদের যাত্রা শুরু হওয়ায় আমরা গর্বিত ও আনন্দিত। এশিয়ায় আমাদের প্রথম কয়েকটি বাজারের মধ্যে বাংলাদেশ অন্যতম। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও ইউরোপজুড়ে বাংলাদেশিদের অদম্য মনোভাব এবং কঠোর পরিশ্রম আমাদের অনুপ্রাণিত করেছে।"

বাংলাদেশে তাৎক্ষণিক ও নিরাপদ লেনদেন নিশ্চিত করতে নালা বিভিন্ন ব্যাংক ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) পরিচালনা করা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে যৌথভাবে কাজ করছে। বর্তমানে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, জার্মানি, ফ্রান্স ও ইতালি সহ মোট ২১টি দেশে নালা অ্যাপের কার্যক্রম চালু আছে, যেখান থেকে প্রবাসীরা এখন সহজেই বাংলাদেশে টাকা পাঠাতে পারবেন।

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0