বিসিবির নতুন স্ট্যান্ডিং কমিটির দায়িত্ব বণ্টন ঘোষণা
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নতুন স্ট্যান্ডিং কমিটি ও উপকমিটির তালিকা প্রকাশ করেছে। ওয়ার্কিং কমিটি, বিপিএল গভর্নিং কাউন্সিল, ক্রিকেট অপারেশন্স, হাই পারফরম্যান্স, টুর্নামেন্ট, মিডিয়া, উইমেন্স উইংসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কমিটিতে সাবেক ক্রিকেটার, প্রশাসক ও বিশেষজ্ঞদের দায়িত্ব দেওয়া হয়েছে। এই কাঠামোর লক্ষ্য দেশের ক্রিকেট পরিচালনা ও উন্নয়নকে আরও পেশাদার ও কার্যকর করা।
 
                                    বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সম্প্রতি তাদের স্ট্যান্ডিং কমিটি ও বিভিন্ন উপকমিটির নতুন তালিকা প্রকাশ করেছে। এই কমিটিগুলোর মাধ্যমে দেশের ক্রিকেট পরিচালনা, উন্নয়ন ও প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্য নেওয়া হয়েছে।
ওয়ার্কিং কমিটির দায়িত্ব পেয়েছেন সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল, যিনি একইসঙ্গে গ্রাউন্ডস কমিটি ও বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করবেন। বিপিএলের সদস্য সচিব হিসেবে আছেন ইফতেখার রহমান মিঠু, যিনি আম্পায়ার্স কমিটির দায়িত্বও সামলাবেন।
মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন্স কমিটির নেতৃত্বে আছেন আমজাদ হোসেন, আর গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান হয়েছেন ইশতিয়াক সাদিক। হাই পারফরম্যান্স ইউনিটের দায়িত্ব পেয়েছেন সাবেক উইকেটকিপার-ব্যাটার খালেদ মাসুদ পাইলট।
টুর্নামেন্ট কমিটির দায়িত্বে আছেন আহসান ইকবাল চৌধুরী, আর বয়সভিত্তিক ক্রিকেটের দায়িত্বে আসিফ আকবর। ক্রিকেট অপারেশন্স কমিটি পরিচালনা করবেন অভিজ্ঞ কোচ নাজমুল আবেদীন ফাহিম।
সিসিডিএম (ঢাকা প্রিমিয়ার লিগ) পরিচালনায় আছেন আদনান রহমান দীপন, মার্কেটিং অ্যান্ড কমার্শিয়াল কমিটির দায়িত্বে শাখাওয়াত হোসেন, আর ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট কমিটির প্রধান হয়েছেন শানিয়ান তানিম।
অন্যদিকে, উইমেন্স উইং দেখবেন আব্দুর রাজ্জাক, ফিজিক্যালি চ্যালেঞ্জড কমিটির নেতৃত্বে আছেন জুলফিকার আলী খান, আর লজিস্টিক প্রোটোকল কমিটি পরিচালনা করবেন ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক।
এছাড়া অডিট কমিটির চেয়ারম্যান মুখলেসুর রহমান, টেন্ডার অ্যান্ড পারচেজ কমিটির প্রধান আবুল বাশার, মেডিকেল কমিটির দায়িত্বে মানজুর আলম, সিকিউরিটি কমিটির দায়িত্বে মেহরাব আলম চৌধুরী, ফিন্যান্স কমিটির নেতৃত্বে এম নাজমুল ইসলাম, এবং ডিসিপ্লিনারি কমিটি পরিচালনা করবেন ফায়াজুর রহমান।
সবশেষে, নতুনভাবে গঠিত বাংলা টাইগার্স দলের দায়িত্বে আছেন রাহাত শামস।
বিসিবির এই নতুন কমিটি কাঠামো বাংলাদেশ ক্রিকেটের সামগ্রিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন বোর্ড সংশ্লিষ্টরা।
What's Your Reaction?
 Like
        0
        Like
        0
     Dislike
        0
        Dislike
        0
     Love
        0
        Love
        0
     Funny
        0
        Funny
        0
     Angry
        0
        Angry
        0
     Sad
        0
        Sad
        0
     Wow
        0
        Wow
        0
     
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

 
                                                                                                                                                     
                                                                                                                                                     
                                                                                                                                                     
                                                                                                                                                     
                             
                             
                             
                             
                             
                             
                             
                             
                             
                            