লোকার্নো চলচ্চিত্র উৎসবে ‘ক্যারিয়ার লেপার্ড’ পুরস্কার জিতলেন জ্যাকি চ্যান
হংকং ও হলিউডের কিংবদন্তি অভিনেতা জ্যাকি চ্যান সুইজারল্যান্ডের লোকার্নো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ সম্মাননা 'ক্যারিয়ার লেপার্ড' পুরস্কার পেয়েছেন।
 
                                    কিংবদন্তি অভিনেতা জ্যাকি চ্যান সুইজারল্যান্ডের লোকার্নো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব-এ পার্দো আল্লা ক্যারিয়েরা বা ‘ক্যারিয়ার লেপার্ড’ পুরস্কার জিতেছেন। গত ৯ আগস্ট লোকার্নোর ঐতিহাসিক পিয়াজ্জা গ্রান্দে স্কয়ারে এই পুরস্কার হাতে নিয়ে তিনি দর্শকদের অভিবাদন জানান।
পুরস্কার হাতে নিয়ে জ্যাকি চ্যান ইতালীয় ভাষায় শুভেচ্ছা জানান এবং মজা করে বলেন যে পুরস্কারটি বেশ ভারী। তিনি আরও বলেন, "আমার বাবা একবার বলেছিলেন, আমি কি ৬০ বছর বয়সেও লড়াই করতে পারব? আমি এখন ৭১, এবং এখনো লড়তে পারি।" তার এই কথায় পুরো স্কয়ারে উল্লাস ছড়িয়ে পড়ে। অভিনেতা জানান, এই বছর তার চলচ্চিত্র জীবনের ৬৪ বছর পূর্ণ হয়েছে।
মঞ্চে দাঁড়িয়ে তিনি বিশ্ব শান্তি ও ঐক্যের জন্য বার্তা দেন এবং বলেন, "ভালোবাসা আর শান্তি ছড়িয়ে দিন, সবাইকে ভালোবাসি।" এ সময় ভক্তরা 'জ্যাকি! জ্যাকি!' স্লোগান এবং পোস্টার হাতে নিয়ে তাকে সমর্থন জানান।
লোকার্নো উৎসবের আর্টিস্টিক ডিরেক্টর গিওনা এ. নাজারো জ্যাকি চ্যানের প্রশংসা করে বলেন, হংকং সিনেমার ভক্ত হিসেবে জ্যাকি তার স্বপ্ন পূরণ করেছেন। প্রায় ৬০ বছর ধরে বিশ্বজুড়ে পরিচিত এশিয়ার এই মেগাস্টার, চলচ্চিত্র নির্মাতা এবং হলিউডের প্রিয় মুখ হিসেবে তাকে এই সম্মাননা দেওয়া হয়েছে।
এর আগে এই পুরস্কার পেয়েছিলেন বলিউড তারকা শাহরুখ খান, ক্লাউডিয়া কার্ডিনালে এবং জনি তো'র মতো বিখ্যাত ব্যক্তিত্বরা। জ্যাকি চ্যানের এই অসাধারণ সাফল্য নতুন প্রজন্মের জন্য এক অনুপ্রেরণা হয়ে থাকবে।
What's Your Reaction?
 Like
        0
        Like
        0
     Dislike
        0
        Dislike
        0
     Love
        0
        Love
        0
     Funny
        0
        Funny
        0
     Angry
        0
        Angry
        0
     Sad
        0
        Sad
        0
     Wow
        0
        Wow
        0
     
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

 
                                                                                                                                                     
                                                                                                                                                     
                                                                                                                                                     
                             
                             
                             
                             
                             
                             
                             
                             
                             
                            