সাবানের গায়ে টয়লেট সোপ কেন লিখা থাকে?

BIS - মানে Bureau of Indian Standards - এর মতে সাবান দুই ধরণের - Toilet Soap বা Toiletries Soap যার বাংলা অর্থ প্রসাধন সাবান Bathing Bar বা Bathing Soap যার বাংলা অর্থ স্নানের সাবান

Jan 12, 2024 - 15:18
Jul 1, 2024 - 18:17
 0  356
সাবানের গায়ে টয়লেট সোপ কেন লিখা থাকে?

টয়লেট(Toilet) শব্দটি আসলে এসেছে টয়লেট্রি(Toiletry) থেকে যার অর্থ হলো প্রসাধন।আবার প্রসাধনী (কসমেটিক্স) হলো নিজেকে পরিস্কার করার জন্যে ব্যবহৃত জিনিস।একি ভাবে আমরা বলতে পারি টয়লেট সোপ হলো একটি সাবান, সাধারণত সুগন্ধিযুক্ত, যা আমাদের মুখ, হাত বা আমাদের পুরো শরীর ধোয়ার জন্য ব্যবহৃত হয়। এটা লিখা থাকে সাবধানতা ও পার্থক্যর জন্য। কারন টয়লেট সোপ আর বাথিং সোপের উপাদানের তারতম্য আছে তাই এদের কাজের ক্ষেত্রও ভিন্ন। টয়লেট সোপে গায়ে লাগানোর সাবানের থেকে TFM (Total fatty matter) বেশি থাকে ফলে এটা জীবানু মারা ও পরিষ্কারক হিসাবে উত্তম কিন্তু বেশি TFM চামড়া শুষ্ক করে ফেলে। তাছাড়া এতে অন্যান্য রাসায়নিক পদার্থও বেশি থাকে যা শরীরের জন্য ক্ষতিকর। এজন্যই টয়লেট সোপ ও বাথিং সোপ আলাদা ও আলাদা ভাবে প্যাকেটের গায়ে সব নির্দেশ করা থাকে।

BIS - মানে Bureau of Indian Standards - এর মতে সাবান দুই ধরণের -

  • Toilet Soap বা Toiletries Soap যার বাংলা অর্থ প্রসাধন সাবান
  • Bathing Bar বা Bathing Soap যার বাংলা অর্থ স্নানের সাবান

এখানে টয়লেট সাবান মানে প্রকৃতির ডাকে সাড়া দিয়ে সেই সাবান দিয়ে হাত ধোয়ার কথা বলা হচ্ছে না।

Cambridge Dictionary অনুযায়ী Toilet Soap মানে - sweet-smelling soap that is intended for washing the body.

আবার ফিরে আসি টয়লেট আর বাথিং সাবানে।

সাবানের একটা গুরুত্বপূর্ণ উপাদান হলো TFM - Total Fatty Material, যেটা সাবানের মোট ভরের শতাংশ হিসেবে প্রকাশ করা হয়।

BIS অনুযায়ী যেকোনো ধরণের সাবানে 40 থেকে 80 শতাংশ TFM থাকতে হবে। বেশি TFM মানে সেই সাবানের ফেনা বেশি - পরিষ্কার করার ক্ষমতা বেশি। অর্থাৎ সাধারণভাবে বেশি TFM মানে বেশি ভালো সাবান।

এবার আরেকটু পরিষ্কার করে দেখা যাক।

বাথিং সোপ - TFM : ৪০-৬০%

টয়লেট সোপ - TFM : ৬০-৮০%

এখানেই শেষ নয়।

টয়লেট সোপ কে তিনভাগে ভাগ করা হয়-

গ্রেড ১ - TFM : ৭৬-৮০%

গ্রেড ২- TFM : ৭০-৭৫%

গ্রেড ৩- TFM : ৬০-৭০%

আগেই বলেছি, TFM বেশি মানে পরিষ্কার করার ক্ষমতা বেশি। তাই গ্রেড ১ সাবানের পরিষ্কার করার ক্ষমতা অনেক বেশি।

তার মানে কি আপনার সবসময়ই গ্রেড ১ সাবান কেনা উচিত ?

উত্তর হ্যাঁ বা না। কারণ গ্রেড ১ সাবানের যেহেতু পরিষ্কার করার ক্ষমতা অনেকে বেশি তাই এটি অধিকাংশ মানুষের ত্বক খসখসে বা শুকনো করে দেয়।

অন্যদিকে, বাথিং সোপে TFM -এর পরিমান ৬০ শতাংশের নিচে। তাই বাথিং সোপের পরিষ্কার করার ক্ষমতা কম। ত্বকও কম খসখসে হয়।

গ্লিসারিন দুই ধরণের সাবানেই যুক্ত করা হয়ে থাকে ত্বকের মসৃনতা ও তৈলাক্ত ভাব ধরে রাখতে। তবে সাধারণভাবে বাথিং সোপে গ্লিসারিনের পরিমাণ বেশি থাকে।

তাই ত্বকে শুষ্কতা থাকলে বাথিং সাবান ব্যবহার করা ভালো।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

Mehedi I am Mehedi Hasan Siam-Professional Web Developer and IT Professional