Yaber T2 Plus পোর্টেবল প্রজেক্টর, অটো ফোকাস ও গুগল টিভির দুর্দান্ত অভিজ্ঞতা
Yaber T2 Plus একটি আধুনিক প্রযুক্তিনির্ভর পোর্টেবল প্রজেক্টর, যা অটো ফোকাস, Google TV, JBL স্পিকার এবং Dolby Audio সাপোর্টসহ ব্যবহারকারীদের জন্য একটি পরিপূর্ণ বিনোদনের অভিজ্ঞতা প্রদান করে।
 
                                    প্রযুক্তির অগ্রগতির সঙ্গে সঙ্গে মানুষের বিনোদনের মাধ্যমেও এসেছে পরিবর্তন। এখন আর বড় স্ক্রিনে সিনেমা বা ভিডিও দেখতে হলে আলাদা একটি টিভি বা প্রজেকশন সিস্টেম বসানোর প্রয়োজন হয় না। সময়ের সঙ্গে তাল মিলিয়ে জনপ্রিয় হয়ে উঠছে পোর্টেবল প্রজেক্টর। এরই ধারাবাহিকতায় প্রযুক্তিপ্রেমীদের জন্য চমকপ্রদ একটি ডিভাইস বাজারে এনেছে Yaber—নতুন মডেল T2 Plus। এটি শুধুমাত্র একটি প্রজেক্টর নয়, বরং একটি অল-ইন-ওয়ান বিনোদন যন্ত্র, যাতে রয়েছে অটো ফোকাস, গুগল টিভি, জেবিএল স্পিকার এবং ডলবি অডিওর মত অত্যাধুনিক ফিচার।
Yaber T2 Plus প্রজেক্টরটি সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এর ইনবিল্ট অটো ফোকাস সিস্টেম। ফলে বারবার লেন্স ঘোরানো বা সেটিংস পরিবর্তনের ঝামেলা ছাড়াই এটি নিজে থেকেই প্রজেকশনের ফোকাস অ্যাডজাস্ট করতে সক্ষম। যেকোনো দেয়ালে প্রজেকশন করলেই ছবির স্পষ্টতা বজায় থাকে। এতে রয়েছে কাস্টমাইজড ইমেজ ক্যালিব্রেশন ও কোরনার ক্যালিব্রেশন ফিচার, যার মাধ্যমে ছবি আরও নিখুঁতভাবে প্রদর্শিত হয়।
প্রজেক্টরটি গুগল টিভি ইন্টিগ্রেটেড, অর্থাৎ এতে ডিরেক্টলি ইউটিউব, নেটফ্লিক্স, ডিজনি+, অ্যামাজন প্রাইম, স্পটিফাইসহ হাজারো অ্যাপস ব্যবহারের সুযোগ রয়েছে। এতে গুগলের নিজস্ব অপারেটিং সিস্টেম থাকায় ইউজার ইন্টারফেসটি অত্যন্ত সহজ ও ফাস্ট। গুগল অ্যাসিস্ট্যান্ট সাপোর্ট থাকায় ভয়েস কমান্ডের মাধ্যমেও ডিভাইসটি পরিচালনা করা যায়, যা স্মার্ট ব্যবহারকারীদের জন্য বাড়তি সুবিধা।
 
Yaber T2 Plus -এর আরও একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো এর ইনবিল্ট জেবিএল স্পিকার এবং ডলবি অডিও সাপোর্ট। এটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে ঘরের পরিবেশে থিয়েটার-সদৃশ সাউন্ড এক্সপেরিয়েন্স পাওয়া যায়। প্রজেক্টরের ভেতরেই শক্তিশালী স্পিকার ইন্টিগ্রেট করা থাকায় আলাদা করে সাউন্ড সিস্টেম বসানোর প্রয়োজন পড়ে না। ভিডিও ও মিউজিকের প্রতিটি বিট ও ডায়ালগ খুব পরিষ্কারভাবে শোনা যায়।
এর পাশাপাশি ডিভাইসটিতে রয়েছে ইনবিল্ট ব্যাটারি, যা দীর্ঘ সময় চলতে সক্ষম। ফলে বিদ্যুৎ সংযোগ ছাড়া যেকোনো জায়গায়, এমনকি আউটডোরেও ব্যবহার করা যায়। পিকনিক, ক্যাম্পিং কিংবা পারিবারিক আউটডোর গ্যাদারিং—যেখানেই যান না কেন, Yaber T2 Plus সঙ্গে থাকলে একটি বড় স্ক্রিন ও শক্তিশালী অডিও সিস্টেম পকেটেই নিয়ে যেতে পারবেন।
ডিভাইসটির বিল্ড কোয়ালিটিও চমৎকার। আধুনিক ডিজাইন, হালকা ওজন এবং কনভিনিয়েন্ট ক্যারি হ্যান্ডেল থাকায় এটি সহজেই বহনযোগ্য। ব্যবহারকারীরা চাইলে এটি স্মার্টফোন, ল্যাপটপ, গেমিং কনসোল কিংবা ইউএসবি ডিভাইসের সঙ্গেও কানেক্ট করতে পারবেন। এতে রয়েছে ওয়াই-ফাই ও ব্লুটুথ সাপোর্ট, ফলে তারহীন কানেক্টিভিটি আরও সহজ হয়েছে।
সব মিলিয়ে বলা যায়, Yaber T2 Plus প্রজেক্টরটি একটি কমপ্যাক্ট ও আধুনিক প্রযুক্তিনির্ভর বিনোদন মাধ্যম। যারা ঘরের মধ্যে থিয়েটার এক্সপেরিয়েন্স নিতে চান, অথবা বহনযোগ্য বড় স্ক্রিনের বিকল্প খুঁজছেন, তাদের জন্য এটি হতে পারে আদর্শ একটি ডিভাইস। বাংলাদেশসহ বিশ্ববাজারে এই ডিভাইসটি ইতোমধ্যেই ভোক্তাদের প্রশংসা কুড়াচ্ছে। নতুন প্রজেক্টর কেনার পরিকল্পনায় থাকলে, Yaber T2 Plus আপনার লিস্টের শীর্ষে রাখাই বুদ্ধিমানের কাজ হবে।
What's Your Reaction?
 Like
        0
        Like
        0
     Dislike
        0
        Dislike
        0
     Love
        0
        Love
        0
     Funny
        0
        Funny
        0
     Angry
        0
        Angry
        0
     Sad
        0
        Sad
        0
     Wow
        0
        Wow
        0
     
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

 
                             
                             
                             
                             
                             
                             
                             
                             
                             
                            